সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের গলায় গান গেয়ে রাঘবের প্রতি প্রেম উজার করলেন পরিণীতি চোপড়া। রীতিমতো রেকর্ড করলেন সেই গান। আর পরিণীতির সেই গানই বেজে উঠল রাঘনীতির ছাদনাতলায়। সম্প্রতি প্রকাশ্য়ে এল পরিণীতির সেই গান। ‘ও পিয়া’ গানের মধ্য়ে দিয়ে নিজেদের প্রেম জার্নি সামনে আনলেন পরিণীতি। হিন্দি, পাঞ্জাবি ভাষাতেই পরিণীতি গাইলেন এই প্রেমের গান।
রবিবারের গোধূলি লগ্নে পাঞ্জাবী রীতি রেওয়াজ মেনে উদয়পুরে ‘রাঘনীতি’র রাজকীয় বিয়ে সম্পন্ন হয়। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই বর-রনের ছবি দেখার অপেক্ষায় সোশাল মিডিয়া থেকে চোখ সরছিল না ভক্তদের। কিন্তু রবিবার রাঘব ও পরিণীতি কোনও ছবি শেয়ার করেননি। ভক্তদের আশ মেটে সোমবার। একই ছবি শেয়ার করেন নবদম্পতি।
বিয়ের পরদিন বেলা গড়াতেই উদয়পুরের লীলা প্যালেস ছাড়েন রাঘব-পরিণীতি। সেখানেও জিনস-টপে সাবলীল ছিলেন পরিণীতি। গোলাপি রঙের টপ আর জিনস পরেছিলেন অভিনেত্রী। গোলাপি চূড়ার সঙ্গে ম্যাচ করেই ছিল তাঁর এই সাজ। আর তার উপরে ছিল গোলাপি পঞ্চু। রাঘব প্যান্ট আর ক্যাজুয়াল শার্টই পরেছিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.