Advertisement
Advertisement

Breaking News

Raghav Parineeti

বরযাত্রী আসতেই তারস্বরে চিৎকার পরিণীতির! ছাদনাতলায় অধৈর্য রাঘব, দেখুন মজার ওয়েডিং টিজার

নায়িকার ভাইয়ের চোখে জল! দেখুন উদয়পুরের 'বিগ ফ্যাট ওয়েডিং'-এর ভিডিও...

Parineeti Chopra, Raghav Chadha Wedding teaser out | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 29, 2023 6:54 pm
  • Updated:September 29, 2023 6:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ সেপ্টেম্বর রবিবাসরীয় গোধূলি লগ্নে পাঞ্জাবী রীতি রেওয়াজ মেনে উদয়পুরে রাজকীয় বিয়ে সেরেছেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। পরের দিনই দিল্লিতে ফিরে গিয়েছেন তারকাদম্পতি। ‘আম আদমি’ সাংসদের সঙ্গে বলিউড অভিনেত্রীর হাই প্রোফাইল বিয়ের অনুষ্ঠান নিয়ে দেশজুড়ে চর্চা। দিন কয়েক বাদেও সেই রেশ কাটেনি। একের পর এক নতুন তথ্য প্রকাশ্যে। এবার রাঘব-পরিণীতির বিয়ের (Parineeti Chopra and Raghav Chadha Wedding) ভিডিও প্রকাশ্যে এল।

নিজের গলায় ‘ও পিয়া’ গান রেকর্ডিং করে রাঘবের প্রতি প্রেম উজার করেছেন পরিণীতি চোপড়া। আর সেই গানকে ব্যাকগ্রাউন্ড মিউজিকে রেখেই ওয়েডিং টিজার (Raghav Parineeti Wedding teaser) তৈরি করলেন অভিনেত্রী। শুক্রবার সোশাল মিডিয়ায় বিয়ের সেই মজার ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন পরিণীতি চোপড়া। যেখানে দেখা গেল বরযাত্রী আসতেই রাজপ্রাসাদের বারান্দা থেকে তারস্বরে রাঘব চাড্ডার নাম ধরে চিৎকার করছেন অভিনেত্রী। অন্যদিকে আপ নেতাও স্ত্রীকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।

Advertisement

ভিডিওর আরেকটি দৃশ্যে দেখা গেল, ছাদনাতলায় পরিণীতিকে দেখেই খুশিতে ডগমগ রাঘব। গুরুগম্ভীর নেতার আচরণ পরিত্যাগ করে প্রকাশ্যে প্রশংসা করতেও ছাড়লেন না। তারকাদম্পতির দুষ্টু মিষ্টি কাণ্ড কারখানাও দেখা গেল। ‘হ্যাপি ব্রাইড’ পরিণীতির কাছে এ যেন স্বপ্নপূরণ। রাঘব-পরিণীতির বিয়ের ভিডিও দেখে নেটপাড়াও আবেগে ভাসল। তবে কটুক্তিও শুনতে হল। অনেকেই ছাদনাতলায় রাঘব-পরিণীতির বিশেষ মুহূর্তের সঙ্গে সিদ্ধার্থ-কিয়ারার মিল খুঁজে পেল। অতঃপর কটাক্ষ করতেও পিছপা হলেন না। তাঁদের দাবি, “সবই ঠিক আছে, আপনারা কেন সিড-কিয়ারাকে নকল করেছেন?” ঠিক যেমনটা তাঁদের বিয়ের সাজগোজের সঙ্গে রণবীর-আলিয়ার মিল খুঁজে পেয়েছেন অনেকে। তবে নেটপাড়ায় আপাতত চর্চার কেন্দ্রবিন্দুতে রাঘব-পরিণীতির ওয়েডিং টিজার।

[আরও পড়ুন: দেওরের বিচ্ছেদ থেকে শিক্ষা? নিককে আগলে রাখতে প্রিয়াঙ্কার নতুন ‘ফন্দিফিকির’!]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @parineetichopra

[আরও পড়ুন: ‘ঘুষ চাইছে সেন্সর বোর্ড’! বিস্ফোরক অভিনেতা-প্রযোজক, মোদির কাছে কড়া পদক্ষেপের আর্জি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement