Advertisement
Advertisement

Breaking News

Raghav Parineeti

উদয়পুরে রূপকথার বিয়ে, নবদম্পতি রাঘব-পরিণীতি ছবি দিতেই শুভেচ্ছার বন্যা

'মার্বেল ওয়েডিং থিমে'র সঙ্গে মানিয়ে সাজপোশক Mr. & Mrs. চাড্ডার।

Parineeti Chopra Raghav Chadha shares wedding pictures | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 25, 2023 12:20 am
  • Updated:September 25, 2023 12:20 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোধূলি লগ্নে পাঞ্জাবী রীতি রেওয়াজ মেনে উদয়পুরে রাজকীয় বিয়ে সম্পন্ন হল ‘রাঘনীতি’র। ঠিক যেন রূপকথা। বিয়ের খবর প্রকাশ্য়ে আসার পর থেকেই বর-রনের ছবি দেখার অপেক্ষায় সোশাল মিডিয়া থেকে চোখ সরছিল না ভক্তদের। এবার ইচ্ছেপূরণ। প্রকাশ্যে রাঘব-পরিণীতির বিয়ের প্রথম ছবি। ‘রাঘনীতি’কে শুভেচ্ছার জোয়ারে ভাসালেন অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির সহকর্মীরা।

অবশেষে ভালোবেসে শুভ পরিণয়। পরিবার-পরিজন, ঘনিষ্ঠ বন্ধুদের সাক্ষী রেখেই চার হাত এক হল রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার (Parineeti Chopra and Raghav Chadha Wedding)। ঘনিষ্ঠ সূত্রে খবর, বিয়ের পিঁড়িতে বসে কনে অভিনেত্রী তখন লাজে রাঙা। চোখের কোণ চিকচিক করে উঠেছে। মুখে হাসি। নববধূর গ্ল্যামার যেন ঠিকরে বেরচ্ছে! স্ত্রীয়ের রূপ দেখে মুগ্ধ রাঘব। পাঞ্জাবি রীতি মেনে মনের মানুষ রাঘবের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন পরিণীতি।

Advertisement

বিয়ের পর ‘বিদাই’ অনুষ্ঠানও সম্পন্ন হল। যেখানে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির ‘কবীরা’ গানটি প্রকৃতই বিরহের আবহ সৃষ্টি করল। আবেগঘন হয়ে পড়েছিলেন অভিনেত্রীর দুই ভাই এবং মা-বাবা। উল্লেখ্য, এদিন করণ জোহরের আসার কথা থাকলেও পারিবারিক কাজে তাঁকে শেষমুহূর্তে বাতিল করতে হয় উদয়পুর সফর। মার্কিন মুলুক থেকে আসতে পারলেন না ‘দিদি-জামাইবাবু’ প্রিয়াঙ্কা-নিকও।

[আরও পড়ুন: ‘আজ রাজনীতি নয়, শুধুই রাঘনীতি’, AAP সাংসদের বিয়েতে গিয়ে বলছেন শিব সেনার আদিত্য ঠাকরে]

রবিবার দুপুর ১টা নাগাদ নৌকায় করে বিয়ের আসরের দিকে যেতে দেখা যায় বাজনদারদের। ‘ব্যান্ড বাজা বারাত’ নিয়ে তাজ লেক প্যালেস থেকে লীলা প্যালেসে হাজির হন আপ নেতা রাঘব চাড্ডা (Raghav Chadha)। বরযাত্রী হিসেবে উপস্থিত ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত মানরা। কম যায় না কনেপক্ষও। পরিণীতির (Parineeti Chopra) জীবনের বিশেষ দিনে উপস্থিত থাকতে উদয়পুরে উড়ে এসেছেন বন্ধু সানিয়া মির্জা, হরভজন সিং। মনীশের ব্রাইডাল লেহেঙ্গাতেই সেজেছিলেন পরিণীতি।

[আরও পড়ুন: ‘পুজো জমে গেছে’, সৃজিতের ‘দশম অবতার’-এ মুগ্ধ ‘বাঘাযতীন’, যিশুকে নিয়ে বড় কথা দেবের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement