Advertisement
Advertisement

Breaking News

Raghav-Parineeti

বারাণসীর ঘাটে সাধুসন্তদের সঙ্গে গঙ্গা আরতি রাঘব-পরিণীতির, ধর্ম-কর্মে মন ‘সংস্কারি’ দম্পতির

দশাশ্বমেধ ঘাট থেকে ভাইরাল রাঘব-পরিণীতির ভিডিও।

Parineeti Chopra, Raghav Chadha perform Ganga aarti in Varanasi, Watch

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:November 11, 2024 12:43 pm
  • Updated:November 11, 2024 1:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রাজস্থানে রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েছিলেন রাঘব-পরিণীতি (Raghav Chadha, Parineeti Chopra)। আপ সাংসদের সঙ্গে সুখের ঘরকন্না অভিনেত্রীর। বর্তমানে ধর্মে-কর্মে বেশ মন দিয়েছেন রাঘব-পরিণীতি। সম্প্রতি আপ সাংসদের দিল্লির বাড়িতে তারকাদম্পতিকে আশীর্বাদ করতে এসেছিলেন শংকরাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী মহারাজ। এবার সপ্তাহ দুয়েক কাটতে না কাটতেই বারাণসীতে ছুটলেন রাঘব-পরিণীতি। সেখানকার সাধুসন্তদের সঙ্গে দশাশ্বমেধ ঘাটে রীতি মেনে গঙ্গা আরতিও করতে দেখা গেল তাঁদের।

রবিবার প্রয়াগরাজে পৌঁছন রাঘব-পরিণীতি। তারকাদম্পতিকে পেয়ে খুশি হন গঙ্গা সেবা নিধির সদস্যরাও। কমিটির সভাপতি সুশান্ত মিশ্র তাঁদের সাদরে আমন্ত্রণ জানান সেখানকার ঐতিহ্যবাহী অঙ্গবস্ত্র, প্রসাদ এবং স্মারক দিয়ে। সেই অঙ্গবস্ত্র গায়েই বারাণসীর ঘাটে বসে পুজো করলেন রাঘব চাড্ডা। সবুজ সালোয়ারে পাশেই বসেছিলেন পরিণীতি। বারাণসী থেকে তারকাম্পদতির গঙ্গা আরতির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেটপাড়ায়। আর সেই মুহূর্ত দেখেই অনুরাগীদের কৌতূহল, ‘ধর্ম-কর্মে বেশ মন দিয়েছেন তারকাদম্পতি, তাহলে কি অচিরেই সংসারে নতুন সদস্য আসতে চলেছে?’ আপাতত সেই উত্তর রাঘব-পরিণীতির ধর্মাচরণে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। রাঘব চাড্ডার মা এবং পরিবারের বেশ কজন সদস্যরাও ছিলেন সেখানে।

Advertisement

এদিকে দীপাবলির প্রাক্কালেই শংকরাচার্যকে নিজেদের দিল্লির বাসভবনে আমন্ত্রণ করেছিলেন তারকাদম্পতি। সেই ডাকে সাড়া দিয়ে আম আদমি পার্টির সাংসদের বাড়িতে আশীর্বাদ করতে পৌঁছে গিয়েছিলেন শংকরাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। সনাতন রীতি অনুযায়ী তারকাদম্পতি তাঁদের বাড়িতে ‘পাদুকা পুজোর’ আয়োজন করেছিলেন। সেই জন্যই উত্তরাখণ্ডের জ্যোতিষ পীঠের ৪৬তম শংকরাচার্যকে আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁরা। যেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরাও। পুজোর পর শংকরাচার্যর পা ধুইয়ে আশীর্বাদও নেন রাঘব চাড্ডা। আরেকটি ছবিতে পরিণীতির কোচরে ফলপ্রসাদও দান করতে দেখা যায় শংকরাচার্যকে। সেদিনও বেশ কজন সাধুসন্তরাও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। এবার বারাণসীতে পৌঁছে গিয়েছেন তারকাদম্পতি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement