Advertisement
Advertisement

Breaking News

Parineeti Chopra

কোনও নেতাকে বিয়ে করব না! বিয়ের গুঞ্জনের মাঝে ভাইরাল পরিণীতির ভিডিও

সম্প্রতি রাঘব চাড্ডার সঙ্গে দিল্লিতে দেখা গিয়েছে পরিণীতিকে।

parineeti chopra old video going viral amid rumors of marriage| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 3, 2023 2:27 pm
  • Updated:April 3, 2023 2:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপ সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে অভিনেত্রী পরিণীতি চোপড়ার বিয়ে নিয়ে তুমুল গুঞ্জন বলিপাড়ায়। একসঙ্গে মুম্বইয়ের নানা জায়গায় রাঘব ও পরিণীতিকে দেখা গেলেও, বিয়ে নিয়ে তাঁরা দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। ঠিক এই সময়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল পরিণীতির এক পুরনো ভিডিও। যেখানে বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন পরিণীতি। এমনকী, ভিডিওতে জানিয়ে ছিলেন তিনি কোনওদিনই কোনও রাজনীতিককে বিয়ে করবেন না!

হ্যাঁ, ঠিক এমনটাই বলেছিলেন পরিণীতি। একটি ছবির প্রচারেই এই মন্তব্য করতে শোনা যায় পরিণীতিকে। তাঁর কথায়, নেতাদের একেবারেই তাঁর পছন্দ নয়। তাই নেতাদের কখনই তিনি বিয়ে করবেন না। এই ভিডিও ভাইরাল হতেই উঠছে প্রশ্ন। তাহলে কী মন বদলে গেল পরিণীতির! সে উত্তরও অধরা।

Advertisement

[আরও পড়ুন: এক ঘুসিতে ভেঙে ফেলে পাঁচিল, আসছে নতুন সিরিয়াল ‘ফুলকি’, প্রকাশ্যে আগাম ঝলক]

প্রসঙ্গত, মুম্বইয়ের পর দিল্লিতে একসঙ্গে রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। বিয়ের গুঞ্জনের মাঝে এই জুটিকে একসঙ্গে দেখে হইচই বলিউডে। লোকে তো ধরেই নিলেন শীঘ্রই সাত পাকে বাঁধা পড়ার নানা বন্দোবস্ত করতেই নাকি দিল্লিতে এসেছেন এরা। তবে হাজার গুঞ্জনের মাঝে পরিণীতি কিন্তু বিয়ে নয়, বরং করলেন অন্য কম্ম! যা দেখে হতবাক নেটিজেনরা।

ব্যাপারটা হল, পরিণীতি তাঁর ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে, দিল্লির এক ফুড আউটলেটে বসে মোমো খাচ্ছেন পরিণীতি। এমনকী, দিল্লি এসে এই মোমোর স্বাদে হারিয়ে যাওয়ার কথাও লিখলেন অভিনেত্রী।

পরিণীতি-রাঘবের সম্পর্ক নিয়ে গুঞ্জন-ফিসফাস শুরু হয় রেস্তরাঁ কাণ্ড থেকে। মুম্বইয়ের এক অভিজাত রেস্তরাঁয় প্রথমে দু’জনকে একসঙ্গে ডিনার করতে দেখা যায়। তারপরই আবার আরেক রেস্তরায় লাঞ্চের জন্য যান দু’জন। এতেই প্রেমের জল্পনা জোরালো হয়। সংসদে এ বিষয়ে প্রশ্ন করা হলে মিষ্টি হাসি হেসে রাঘব বলেছিলেন, “রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়।” বিয়ে করলে সেখবর জানিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন রাজনীতিবিদ।

[আরও পড়ুন: বিচ্ছেদের এত বছর পর এক ফ্রেমে সলমন-ঐশ্বর্য! ভাইরাল ছবি ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement