Advertisement
Advertisement

Breaking News

Parineeti Chopra

সিঁথিতে সিঁদুর, এয়ারপোর্টে পরিণীতিকে দেখেই চিৎকার, ‘জামাইবাবু কোথায়?’

লাজে রাঙা নবপরিণীতা পরিণীতি....। কী বললেন?

Parineeti Chopra laughs as paps ask about hubby Raghav Chadha | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:October 13, 2023 1:48 pm
  • Updated:October 13, 2023 1:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে রাজকীয় বিয়ে সেরে দিল্লিতে ধুমধাম করে সাংসদ রাঘব চাড্ডার (Raghav Chadha) বাড়িতে গৃহপ্রবেশ পর্ব সেরেছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। তারপর থেকে একের পর এক বিয়ের অনুষ্ঠানের ছবি-ভিডিও প্রকাশ্যে আসছে। সম্প্রতি অভিনেত্রীর ‘মিশন রানিগঞ্জ’ মুক্তি পেয়েছে। আর প্রেক্ষিতেই মুম্বইতে ব্যস্ত ছিলেন পরিণীতি। এবার দিল্লির উদ্দেশে রওনা হওয়ার সময়ে বিমানবন্দরে লজ্জায় লাল হলেন অভিনেত্রী।

নবপরিণীতা পরিণীতির সেই ভিডিওই এখন নেটপাড়ায় ভাইরাল। সিঁথিতে সিঁদুর। পরনে জিনস, টিশার্ট। চোখে রোদচশমা। বিমানবন্দরে অভিনেত্রী পা রাখতেই, তাঁকে ঘিরে ধরলেন পাপারাৎজিরা। শুধু তাই নয়, এও প্রশ্ন ছুঁড়ে দিলেন যে, “জামাইবাবু কোথায়? কখনও তো জামাইবাবুকেও নিয়ে আসতে পারেন সঙ্গে। জামাইবাবুকে বলে দেবেন আমরা ওঁর কথা মনে করি।” ফটোশিকারিদের এমন প্রশ্নের সম্মুখীন হয়েই পরিণীতি লজ্জায় লাল হয়ে যান। হাসি চেপে পাল্টা জানান, “আমি এক্ষুণি বলে দিচ্ছি।” আর সেই মিষ্টি ভিডিওতেই এখন মন মজেছে নেটপাড়ার।

Advertisement

[আরও পড়ুন: ‘একটা কাগজের টুকরো ঠিক করবে আমি দেশকে কতটা ভালোবাসি?’, প্রশ্ন অক্ষয়ের]

প্রসঙ্গত, ২৪ সেপ্টেম্বর রবিবাসরীয় গোধূলি লগ্নে পাঞ্জাবী রীতি রেওয়াজ মেনে উদয়পুরে রাজকীয় বিয়ে সেরেছেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। পরের দিনই দিল্লিতে ফিরে গিয়েছেন তারকাদম্পতি। ‘আম আদমি’ সাংসদের সঙ্গে বলিউড অভিনেত্রীর হাই প্রোফাইল বিয়ের অনুষ্ঠান নিয়ে দেশজুড়ে চর্চা। দিন কয়েক বাদেও সেই রেশ কাটেনি।

[আরও পড়ুন: হামাস জঙ্গির গুলিতে খুন বোন-জামাই! ‘আমিও হুমকি পাচ্ছি’, গা ঢাকা দিয়ে বার্তা মধুরার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement