Advertisement
Advertisement

Breaking News

Parineeti Chopra and Raghav Chadha Wedding

রাজনীতিবিদকে বিয়ে করবেন না, এই ছিল পরিণীতির পণ, কাকে বর হিসেবে চেয়েছিলেন?

অভিনেত্রী নিজমুখেই জানিয়েছিলেন মনের এই ইচ্ছে। দেখুন ভিডিও।

Parineeti Chopra and Raghav Chadha Wedding: once the actress said she doesn’t want to marry a politician | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 24, 2023 10:44 am
  • Updated:September 24, 2023 10:48 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই তরুণ রাজনীতিবিদ রাঘব চাড্ডার (Raghav Chadha) সঙ্গে ‘ফেরা’ নেবেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। অথচ একটা সময় ছিল যখন অভিনেত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন, কখনও তিনি রাজনীতিবিদকে বিয়ে করবেন না। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে পুরনো সেই ভিডিও।

Parineeti chopra and Raghav Chadda wedding details

Advertisement

 

সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বসে বলিউড হাঙ্গামাকে সাক্ষাৎকার দিচ্ছিলেন পরিণীতি। কথায় কথায় তাঁর বিয়ের প্রসঙ্গ আসে। কোন পেশার মানুষকে বিয়ে করতে চান? এই প্রশ্ন করেন সঞ্চালক। উত্তরে বলিউডের ‘ইশকজাদে গার্ল’ সাফ জানিয়ে দেন, ‘আমি কখনও কোনও রাজনীতিবিদকে বিয়ে করব না।’ তাহলে বর হিসেবে কাকে পছন্দ পরিণীতির? সইফ আলি খান (Saif Ali Khan)। হ্যাঁ, বলিউডের নবাবকেই বিয়ে করতে চেয়েছিলেন পরিণীতি।

[আরও পড়ুন: হাসপাতালে পরিচালক অগ্নিদেব, স্বামীর অসুস্থতা নিয়ে ভুয়ো খবরে বিরক্ত সুদীপা, দিলেন জবাব]

ভাগ্যের ফের বোধহয় একেই বলে। যে পরিণীতি রাজনীতিবিদদের বিয়ে করার কথা শুনে নাক কুঁচকে ফেলেছিলেন, তিনিই আজ আপ নেতা রাঘব চাড্ডার ঘরনি হতে চলেছেন। কড়া নিরাপত্তায় রাঘব-পরিণীতির বিয়ের অনুষ্ঠান হচ্ছে। সূত্রের খবর মানলে, দুপুর একটা নাগাদ রাঘবের ‘সেহরাবন্দি’ হবে। এরপর নাচতে নাচতে পরিণীতির দুয়ারে হাজির হবে বারাত। তবে রাঘব (Raghav Chadha) ঘোড়ায় যাবেন না নৌকায় যাবেন তা নিয়ে এখনও ধন্ধ রয়েছে।

Raghav-Parineeti-2

রাঘব-পরিণীতি একে অন্যের গলায় পরিয়ে দেবেন। বেলা চারটে নাগাদ হবে ফেরা। সাড়ে ছ’টার মধ্যেই পরিণীতির বিদাই হয়ে যাওয়ার কথা। তারপর সাড়ে আটটা নাগাদ হবে জমকালো রিসেপশন। থিমের নাম ‘আ নাইট অফ আমোর’। উল্লেখ্য, ‘আমোর’ শব্দের অর্থ ভালোবাসা।

[আরও পড়ুন: দুপুরেই ‘ব্যান্ড বাজা বারাত’ নিয়ে যাবেন রাঘব! কখন আপ নেতার গলায় মালা দেবেন পরিণীতি?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement