Advertisement
Advertisement
Parineeti and Raghav

বিয়ের আগে সেবাধর্ম পালন, হবু স্বামী রাঘবের সঙ্গে বাসন ধুলেন পরিণীতি, দেখুন ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওটি।

Parineeti Chopra and Raghav Chadha seen doing seva at the Golden Temple | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 2, 2023 2:17 pm
  • Updated:July 2, 2023 2:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মে মাসে হয়েছিল আংটিবদল। জল্পনা, বছরের শেষেই বিয়ে সারবেন বলিউডের ‘ইশকজাদে’ গার্ল পরিণীতি চোপড়া (Parineeti Chopra) আর আপ নেতা রাঘব চাড্ডা (Raghav Chadha)। তার আগে সেবাধর্ম পালন করলেন দু’জনে। অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়েছিলেন পরিণীতি ও রাঘব। সেখানেই বাসন মাজেন দু’জনে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।

Parineeti-and-Raghav-1

Advertisement

গত মে মাসে পরিণীতি চোপড়ার সঙ্গে আংটিবদল সেরেছেন রাঘব চাড্ডা। এরপরই বিয়ের ভেন্যু খুঁজতে রাজস্থানে ঢুঁ মারেন তারকাজুটি। এমনকী খবর, রাজস্থান টুরিজম ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে দেখা করেও বিস্তারিত তথ্য জেনে নিয়েছিলেন পরিণীতি। ঘনিষ্ঠ সূত্র বলছে, নিজেদের ঐতিহ্য-সংস্কৃতি মেনে চলতি বছরের শেষেই বিয়ে করছেন রাঘব-পরিণীতি। দুই পরিবারের রীতি মেনেই বিয়ে হবে। আর তা হবে উদয়পুরের ‘দ্য ওবেরয় উদয়বিলাস’-এ।

[আরও পড়ুন: পিছিয়ে গেল রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমার মুক্তি, কারণ অক্ষয় কুমার!]

শনিবার রাঘবের সঙ্গে স্বর্ণমন্দির দর্শনের ছবি শেয়ার করেন পরিণীতি। জানান, এবার কাছের মানুষকে পাশে নিয়ে পবিত্র স্থান দর্শন করার অভিজ্ঞতা তাঁর কাছে কতটা স্পেশ্যাল ছিল। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় রাঘবের সঙ্গে পরিণীতিকে বাসন মাজতে দেখা যায়। উল্লেখ্য, স্বর্ণমন্দিরে অনেকেই এই সেবাধর্ম পালন করে থাকেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

প্রসঙ্গত, মুম্বইয়ের এক অভিজাত রেস্তরাঁয় নৈশভোজ সারতে গিয়েছিলেন রাঘব ও পরিণীতি। সেই ছবির সূত্র ধরেই তাঁদের প্রেমের খবর প্রকাশ্যে আসে। শোনা যায়, অনেক আগে থেকে বন্ধুত্ব রাঘব ও পরিণীতির। ইমতিয়াজ আলি পরিচালিত ‘চমকিলা’ সিনেমার সেটেই দু’জনের মন দেওয়া-নেওয়া হয়। এবার চারহাত এক হওয়া শুধুই সময়ের অপেক্ষা।

Parineeti-and-Raghav-2

[আরও পড়ুন: ব্যোমকেশ নিয়ে যুদ্ধ! দেবের প্রি-টিজারের পরই প্রকাশ্যে সৃজিতের ‘দুর্গ রহস্য’র পোস্টার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement