Advertisement
Advertisement

Breaking News

Parineeti-Raghav

রাঘবের সঙ্গে উইম্বলডন দেখতে গিয়ে জুতো হাতে ফিরলেন পরিণীতি!

কেন এই কাজ?

Parineeti Chopra And Raghav Chadha at Wimbledon 2024

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Suparna Majumder
  • Posted:July 15, 2024 4:14 pm
  • Updated:July 15, 2024 4:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল উইম্বলডনে। সবুজ ঘাসে নোভাক জকোভিচকে (Novak Djokovic) হারিয়ে চ্যাম্পিয়ন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ (Carlos Alkaraz)। তাঁর এই জয়ের সাক্ষী থাকলেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। স্বামীর হাত শক্ত করে ধরেই টানটান ফাইনাল দেখলেন বলিউড অভিনেত্রী। কিন্তু ফিরলেন জুতো হাতে নিয়ে। নিজেই শেয়ার করেছেন ছবি ও ভিডিও।

Parineeti-Raghav
 ছবি: ইনস্টাগ্রাম

এবারের উইম্বলডনে একাধিক তারকাকে দেখা গিয়েছে। আম্বানিদের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ম্যাচ দেখতে গিয়েছিলেন বলিউডের কিউট কাপল সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী। টলিউডের পরিচালক নন্দিতা রায়েরও দর্শকাসনে বসে উইম্বলডন দেখার স্বপ্ন পূরণ হয়েছে। রবিবার ফাইনাল ম্যাচ দেখলেন পরিণীতি-রাঘব।

Advertisement

[আরও পড়ুন: ‘মুছে ফেলছি স্মৃতি…’, সোহিনী-শোভনের বিয়ের আগে পোস্ট রণজয়ের, স্বস্তিকা কী লিখলেন?]

এদিন আপ নেতার পরনে ছিল হালকা নীল রঙের শার্ট, মানানসই টাই আর বাদামি রঙের কোট। চোখে কালো সানগ্লাস। পরিণীতি সাদা রঙের ওভারকোট পরেছিলেন। তার কলারে আবার ছিল কালো রং। ম্যাচের ফাঁকেই স্ট্রবেরি ও ক্রিমের স্বাদও উপভোগ করেছেন তারকা দম্পতি। কিন্তু ফেরার পথে জুতো জোড়া নিয়ে নিয়েছিলেন হাতে। কেন এই কাজ? জুতো ছিঁড়েছে নাকি হাই হিলের সমস্যা? সেই সম্পর্কে কিছু জানাননি অভিনেত্রী। শুধু ক্যাপশনে আলকারাজকে অভিনন্দন জানিয়ে লেখেন, “উইম্বলডন ফাইনাল, স্ট্রবেরি-ক্রিম আর আমার ভালোবাসার মানুষ… সেরা উইকএন্ড।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @parineetichopra

২০২৩ সালের মার্চ মাস থেকে পরিণীতি ও রাঘবের প্রেমের গুঞ্জন শোনা যায়। দুজনকে একসঙ্গে রেস্তরাঁ থেকেও বেরোতে দেখা যায়। সম্পর্কের জল্পনা সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়তে থাকে। যা সত্যি হয় ২০২৩ সালের মে মাসে। সেদিনই পরিণীতি-রাঘবের বাগদান সম্পন্ন হয়। গত বছরেরই ২৪ সেপ্টেম্বর উদয়পুরে রাজকীয় বিয়ে সারেন আপ নেতা ও বলিউডের ‘ইশকজাদে গার্ল’।

[আরও পড়ুন: মুখে মিষ্টির মজা! নিয়ন সবুজ বিকিনিতে চরম সুখ মালাইকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement