Advertisement
Advertisement

Breaking News

নেটদুনিয়ায় ভাইরাল মোদির ‘চাওয়ালা’ মিম, সরব হয়েও পিছু হটলেন পরেশ

দেখে নিন সেই টুইট যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে৷

Paresh Rawal deletes his 'Chai-Wala- Bar-Wala' tweet, apologises
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 22, 2017 4:45 am
  • Updated:September 25, 2019 12:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টুইট করেই ভুল বুঝতে পারেন৷ বুঝতে পারেন যে এই টুইটের ফলে বির্তকের ঝড় উঠতে পারে৷ আর সেই কারণে তড়িঘড়ি টুইটটি মুছে ফেলে ক্ষমা চেয়ে নিলেন বিজেপি সাংসদ পরেশ রাওয়াল৷

ঘটনাটি আরও বিস্তারিতভাবে বলা যাক৷ ভারতীয় যুব কংগ্রেসের ‘যুব দেশ’ নামের ম্যাগাজিনের একটি মিমকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত৷ একটি ছবিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথপোকথনে ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মের সঙ্গে৷ কী কথা হচ্ছে তাঁদের? মোদি ট্রাম্প ও টোরেসা মেকে বলছেন, তাঁকে নিয়ে অদ্ভুত কিছু ‘মেমে’ বানানো হয়৷ উত্তরে ট্রাম্প বলছেন, শব্দটা মেমে নয়৷ মিম৷ মোদিকে কটাক্ষ করে টেরেসার জবাব, ‘তুই চা বিক্রি কর৷’ এই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ যে ছবির বিরুদ্ধে সরব হয়ে ওঠেন অভিনেতা পরেশ রাওয়াল৷ টুইটারে তিনি লেখেন, “আমাদের চাওয়ালা বারওয়ালাদের থেকে অনেক ভাল৷” তবে পর মুহূর্তেই বুঝতে পারেন, তাঁর এমন মন্তব্য মানুষের আবেগে আঘাত করতে পারে৷ তাই সেই টুইটটি মুছে ফেলে অন্য একটি টুইট করে ক্ষমা চেয়ে নেন৷ লেখেন, “আগের টুইটটি ডিলিট করে দিয়েছি৷ কারও আবেগে আঘাত করতে চাইনি৷”

Advertisement

[কাশ্মীরের হান্দওয়ারায় সেনার গুলিতে খতম তিন লস্কর জঙ্গি]

pm-congress-meme_650x451_61511274149

তবে মোদিকে নিয়ে যে প্রথমবার এমন ঠাট্টা করা হল তা নয়৷ এর আগেও এমন ঘটনায় প্রধানমন্ত্রীর নাম জড়িয়েছে৷ মোদিকে নিয়ে নেটদুনিয়ায় এই মিম ছড়িয়ে পড়ার পরই কংগ্রেসের বিরুদ্ধে সরব হন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি৷ প্রশ্ন তোলেন, দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এমন ঠাট্টা কি সত্যিই সমর্থন করেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী? কংগ্রেসের তরফেও অনলাইন ম্যাগাজিনের এমন অপমানকর মিমের নিন্দা করে বলা হয়, প্রধানমন্ত্রী এবং সমস্ত বিরোধী দলের প্রতি শ্রদ্ধা রয়েছে তাদের৷ শেষমেশ ‘যুব দেশ’-এ প্রকাশিত সেই মিমটি মুছে ফেলা হয়৷

[ডুডলে ভারতীয় প্রতিভাবান নারীকে শ্রদ্ধা গুগলের, জানেন কে ইনি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement