সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের খবরে বলিউডের জনপ্রিয় কমেডি ছবি ‘হেরা ফেরি’। ‘হেরা ফেরি ২’-এর পর, দর্শকরা অধীর আগ্রহে বসে আছেন কবে এই ছবির তৃতীয় ভাগ পর্দায় আসবে। মাঝে মধ্য়েই বলিউড গুঞ্জনে উঠে আসে ‘হেরা ফেরি ৩’-এর খবর। সম্প্রতি পরেশ রাওয়াল, সুনীল শেট্টিকে এই ছবির আনুষ্ঠানিক ঘোষণাও করেছিলেন। তবে দর্শকরা কিন্তু ‘হেরা ফেরি’র নতুন সিক্যুয়েলে অক্ষয় কুমার থাকবেন কিনা তা নিয়ে দর্শকরা ধন্দেই রয়েছেন।
সম্প্রতি ‘হেরা ফেরি ৩’ নিয়ে এক নেটিজেনের টুইটের উত্তরে পরেশ রাওয়াল যা বললেন, তা নিয়ে অক্ষয় অনুরাগীদের চিন্তা আরও যেন বেড়ে গেল। স্পষ্ট না বললেও, পরেশ রাওয়াল যেন বুঝিয়ে দিলেন নতুন ‘হেরা ফেরি’ ছবিতে অক্ষয় হয়তো থাকছেন না!
গপ্পোটা হল, টুইটারে এক নেটিজেন স্পষ্টই পরেশ রাওয়ালকে জিজ্ঞেস করলেন, এই ছবিতে কি কার্তিক আরিয়ানকে দেখা যাবে? কোনও হেঁয়ালি না করে পরেশ স্পষ্টই জানালেন, ‘হ্যাঁ, কার্তিক রয়েছেন’। সঙ্গে সঙ্গে রটে গেল অক্ষয়ের জায়গাতেই নাকি আসছেন কার্তিক।
অন্যদিকে সূত্রের খবর বলছে, নতুন ‘হেরা ফেরি’ থেকে নাকি অক্ষয় পুরোপুরি বাদ যাচ্ছেন না। বরং এই টিমের সঙ্গে যুক্ত হচ্ছেন কার্তিক। তবে এই নানা খবর রটলেও, ছবির টিম কিন্তু মুখে কুলুপ এঁটেছেন।
সম্প্রতি ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা জানিয়ে দিলেন, খুব শীঘ্রই আসছে ‘হেরাফেরি থ্রি’ (Hera Pheri 3)। আর এই ছবিতে থাকবেন জনপ্রিয় ত্রয়ী অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং সুনীল শেট্টি। এর আগে গুঞ্জনে ছিল নতুন হেরা ফেরিতে নাকি দেখা যাবে জন আব্রাহম ও অভিষেক বচ্চনকে। সেই জল্পনায় জল ঢেলে দিলেন প্রযোজক নিজেই।
সাজিদের কথায়, ‘পুরনো গল্পের স্বাদকে রেখেই নতুন গল্প তৈরি হবে। সেই কমেডি তো থাকছেই। তবে সময়টা যেহেতু বদলেছে, তাই ছবিটাকে এখনকার দর্শকদের মতো করে তৈরি করা হবে।’
২০০০ সালে মুক্তি পেয়েছিল ‘হেরাফেরি’। তারপরে ২০০৬ সালে মুক্তি পায় ‘হেরাফেরি টু’। এই দুটি ছবিই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়েছিল। অক্ষয়, সুনীল এবং পরেশ রাওয়ালের অনবদ্য অভিনয় মন কেড়ে নিয়েছিল সমস্ত সিনেমাপ্রেমীদের।
বলিউডে তৈরি কমেডির মধ্যে অন্যতম ‘হেরাফেরি’ সিরিজের এই দুই ছবি। এই ছবির তৃতীয় সিরিজ নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। শোনা গিয়েছিল অক্ষয় কুমারকে ছাড়াই তৈরি হবে ‘হেরাফেরি থ্রি’। কিন্তু অবশেষে সুখবর। প্রযোজক জানালেন, তাড়াতাড়িই শুরু হবে ‘হেরাফেরি থ্রি’র শুটিং। এই ছবিটি পরিচালনা করবেন ইন্দ্র কুমার। এ বছরের শেষের দিকেই শুরু হবে এই ছবির শুটিং। সম্ভবত আগামী বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে এই ছবি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.