Advertisement
Advertisement

Breaking News

Deepika Padukone

অন্তঃসত্ত্বা দীপিকাকে ছেড়ে ইটালি যাওয়ার খেসারত দিতে হল রণবীর সিংকে! কীভাবে?

স্ত্রীর জন্য কী করলেন রণবীর সিং?

Parents-to-be Deepika Padukone, Ranveer Singh step out for family dinner
Published by: Sandipta Bhanja
  • Posted:June 4, 2024 10:02 am
  • Updated:June 4, 2024 10:02 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছেড়েই ইটালিতে উড়ে গিয়েছিলেন রণবীর সিং (Ranveer Singh)। তিন দিনব্যাপী ক্রুজ পার্টিতে বেশ স্ফূর্তির আমেজেই দেখা গিয়েছে গ্র্যান্ড অনুষ্ঠান থেকে ফাঁস হওয়া ভিডিও থেকে। এবার ইটালি থেকে ফিরেই অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) ছেড়ে বিদেশে পার্টি করতে যাওয়ার খেসারত দিতে হল অভিনেতাকে! স্ত্রীর জন্য কী করলেন রণবীর সিং?

সোমবার রাতে দীপিকাকে নিয়ে নৈশভোজে গিয়েছিলেন রণবীর সিং। মুম্বইয়ের এক রেস্তরাঁ থেকে এদিন রাতে তারকাদম্পতিকে বেরতে দেখে পাপারাজ্জিরা সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করলেন না। অন্তঃসত্ত্বা স্ত্রীয়ের হাত ধরে আগলে রাখতে দেখা গেল হবু বাবা রণবীর সিংকে। অভিনেত্রীর পরনে স্ট্রাইপড লাল কুর্তা-পাজামা। রণবীরেও পরনে সাদামাটা টি-শার্ট। দুজনের চোখেই চশমা। ঢিলেঢালা পোশাকের ভিতর থেকেই উঁকি দিচ্ছে অভিনেত্রীর স্ফীতোদর।

Advertisement

এদিন সপরিবারেই নৈশভোজে গিয়েছিলেন রণবীর-দীপিকা। রণবীরের মা-বাবা অঞ্জু ভাবনানি এবং জগজিৎ সিংকে যেমন দেখা গেল, তেমনই দীপিকার মা উজ্জ্বলা পাড়ুকোনও গিয়েছিলেন সেই নৈশভোজে। তাঁর দিন দুয়েক আগেই রণবীর সিং ইটালিতে থাকাকালীন মায়ের সঙ্গে একান্তে নৈশভোজে বেরিয়েছিলেন দীপিকা। এবার বাপেরবাড়ি, শ্বশুরবাড়ির সব সদস্যদের দেখা গেল।

[আরও পড়ুন: দেশের প্রতিনিধিত্ব করতে কলকাতা ছাড়লেন সুদীপা! ‘রান্নাঘর’-এর দায়িত্ব না পেয়ে অপমানের জবাব?]

অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও মাতৃত্বকালীন ছুটি নেননি দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। বরং দিব্যি কাজ চালিয়ে যাচ্ছেন। কখনও সিনেমা নিয়ে ব্যস্ত তিনি, আবার কখনও বা নিজের প্রসাধনী ব্র্যান্ডের জন্য। তবে গর্ভবতী দীপিকাকে কাজ করতে দেখে ঠোঁট বেঁকিয়েছিলেন নেটাপাড়ার একাংশ। মুম্বইতে ভোটের দিন অবশ্য ‘বেবি বাম্প’ দেখিয়ে নিন্দুক-সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন। দীপিকার চোখেমুখে যেন মাতৃত্বের লাবণ্য ঝরে পড়ছে। মুক্তোঝরা হাসিতেই বাজিমাত করলেন। ভক্তরা বলছেন, ম্যাটারনিটি ফ্যাশনের নতুন সংজ্ঞা তৈরি করলেন দীপিকা। হাসিখুশি হবু মাকে দেখে অনুরাগীরাও উচ্ছ্বসিত।

[আরও পড়ুন: নিজের বাড়িতেই ক্ষতবিক্ষত মিমি! ছবি শেয়ার করে কাকে দুষলেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement