Advertisement
Advertisement
Shabash Feluda Trailer

যমন্তকের মূর্তির খোঁজে পরমব্রত, ‘সাবাশ ফেলুদা’র ট্রেলারে ঘনীভূত রহস্য

গ্যাংটকে বেঁধেছে যাবতীয় গন্ডগোল।

Parambrata Chattopadhyay, Rwitobroto Mukherjee, Ritwick Chakraborty Shabash Feluda trailer is out | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 23, 2023 9:00 pm
  • Updated:April 23, 2023 9:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যমন্তকের মূর্তি নিয়ে ‘গ্যাংটকে গন্ডগোল’। আর সেই গন্ডগোলের সমাধান খুঁজতে মরিয়া ‘ফেলুদা’ পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay)। প্রদোষচন্দ্র মিত্র হিসেবে অভিনেতার অভিনয়ের খবর আগেই জানা গিয়েছিল। ফার্স্টলুক, পোস্টার, টিজারের পর প্রকাশ্যে এল ট্রেলার।

Shabash-Feluda

Advertisement

এর আগে ফেলুদা হিসেবে দেখা গিয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্তকে। এবার তাঁদের সঙ্গে পরমব্রতর নাম যুক্ত হল। একসময় তোপসের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা। এবার খোদ চারমিনার হাতে তুলে নিয়েছেন। আর মগজাস্ত্রের জোরে রহস্য সমাধানে ব্রতী হয়েছেন।

[আরও পড়ুন: মন্নতে ছিল নৈশভোজ, শাহরুখের ব্যবহারের মুগ্ধ মডেল, ছবি শেয়ার করে জানালেন অভিজ্ঞতা]

গোয়েন্দা গল্প নিয়ে বাঙালির ভালবাসা চিরন্তন। তা টলিউডের পরিচালকরা ভালভাবেই জানেন। বিশেষ করে অরিন্দম শীল (Arindam Sil)। এর আগে ব্যোমকেশ, শবর, মিতিন মাসির কাহিনি নিয়ে সিনেমা তৈরি করেছেন অরিন্দম। এবার তিনিই ওয়েব প্ল্যাটফর্মে নিয়ে আসছেন ফেলুদার কাহিনি।

Shabash Feluda 1

‘ফেলুদা’ পরমব্রতর তোপসে হিসেবে দেখা যাচ্ছে ঋতব্রত মুখোপাধ্যায়কে (Rwitobroto Mukherjee)। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, সৌরসেনী মৈত্র, রজতাভ দত্তর মতো অভিনেতারা। আগামী ৫ মে থেকে Zee5 ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে ‘সাবাশ ফেলুদা’। ছবির সংগীতায়োজনে বিক্রম ঘোষ।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parambrata Chattopadhyay (@parambratachattopadhyay)

[আরও পড়ুন: কাজ না পাওয়ায় চূড়ান্ত অবসাদ! সুশান্তের স্মৃতি ফেরাল ৩৫ বছরের কন্নড় অভিনেতার মৃত্যু]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement