Advertisement
Advertisement
Parambrata Chattopadhyay

পরমব্রতর ফ্যান মোমেন্ট! কিংবদন্তি ওয়াসিম আক্রমের সঙ্গে দেখা, তার পর…

একাধিক ছবি শেয়ার করে অভিনেতা জানালেন নিজের অভিজ্ঞতা।

Parambrata Chattopadhyay meets Wasim Akram at Chicago airport lounge
Published by: Suparna Majumder
  • Posted:July 16, 2024 11:50 am
  • Updated:July 16, 2024 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্যান মোমেন্ট কি শুধু আম জনতার হয়? না, তা তারকাদের ক্ষেত্রেও হয়। ঠিক যেমনটা হল পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chattopadhyay) সঙ্গে। আমেরিকা থেকে কলকাতায় ফিরছিলেন বাংলার তারকা। শিকাগো বিমানবন্দরের লাউঞ্জে পেলেন কিংবদন্তি পাক ক্রিকেটার ওয়াসিম আক্রমের (Wasim Akram) দেখা। 

Parambrata-Wasim-Akram-1

Advertisement

গত কয়েকটা দিন বিদেশেই কেটেছে পরমব্রতর। সঙ্গে স্ত্রী পিয়াও ছিলেন। ৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে (NABC) যোগ দেন অভিনেতা। পান ‘মিস্টার কনসিস্টেন্সি’ অ্যাওয়ার্ড। দিন কয়েক ছুটির মেজাজে কাটিয়ে দেশে ফিরছিলেন তারকা। ফেরার পথে ‘দ্য সুলতান অফ সুইং’-এর দেখা পেয়ে যান। সেই ছবি শেয়ার করে জানালেন নিজের অভিজ্ঞতা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parambrata Chattopadhyay (@parambratachattopadhyay)

[আরও পড়ুন: করোনামুক্ত? তড়িঘড়ি আম্বানিদের অনুষ্ঠানে ছুটলেন অক্ষয়, ভিডিও দেখে কী বলছেন নেটিজেনরা?]

শিকাগো বিমানবন্দরের তিনটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন পরমব্রত। যার মধ্যে দুটি ছবি বিমানবন্দরের। তৃতীয় ছবিটি ওয়াসিম আক্রমের সঙ্গে। আর তা সেলফি। ছবির ক্যপশনে নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সের ভূয়সী প্রশংসা করেন টলিউড তারকা। জানান, আমেরিকায় এক বন্ধুর বাড়িতে ছিলেন। সেখানে দারুণ আতিথেয়তা পেয়েছেন। এছাড়াও একাধিক অতিথি, বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parambrata Chattopadhyay (@parambratachattopadhyay)

এর পরই পরমব্রত লেখেন, “সব কিছু সেরে বাড়ি ফিরছিলাম। শিকাগো বিমানবন্দরের লাউঞ্জে সময় কাটাচ্ছিলাম। তখনই কিংবদন্তির (ওয়াসিম আক্রম) দেখা পেলাম আর একটা সেলফির আবদার করেই ফেললাম!(যদিও সেলফিতে আমি খুব একটা পারদর্শী নই, সেরাদের সঙ্গ পেলেও!) তবে এটা তো তুলতেই হোতো। ওয়াসিম আক্রম স্যার আপনার ফ্যান ছিলাম, আছি আর সবসময় থাকব। আমার এই অনুরোধ রাখার জন্য অনেক ধন্যবাদ।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parambrata Chattopadhyay (@parambratachattopadhyay)

[আরও পড়ুন: সোহিনী-শোভনের বিয়ের সুন্দর মুহূর্ত সৌরভ-দর্শনার সঙ্গে, টলিউডের আর কারা গিয়েছিলেন? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement