Advertisement
Advertisement

Breaking News

Parambrata Chatterjee

বিয়ে বিতর্ককে হাওয়ায় উড়িয়ে হানিমুনে পরম-পিয়া! কোথায় গেলেন দম্পতি?

২৭ নভেম্বর বিয়ে হয় পরম ও পিয়ার।

Parambrata Chatterjee's wife piya Chakraborty photo goes viral| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 5, 2023 8:55 am
  • Updated:December 5, 2023 8:55 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৭ নভেম্বর টুক করে বিয়ে সেরে ফেললেন পরমব্রত চট্টোপাধ্য়ায় ও পিয়া চক্রবর্তী। পিয়াকে বিয়ে করায় সোশাল মিডিয়ার হাত ধরে পরম পেলেন ‘বউ চোর’ -এর তকমা। অন্যদিকে, অনুপম রায়ের সঙ্গে বিচ্ছেদের পর পরমকে বিয়ে করায় পিয়া ও অনুপমকে নিয়ে ‘তুমি অন্য কারও সঙ্গে বেঁধো ঘর’ গানের মিম। তবে এসবে কান দেননি পিয়া, পরম বা কেউই। বরং নিজেদের মতো করে নতুন সংসার গুছিয়ে নিয়েছেন তাঁরা। আর এবার দুজনে মিলে বেরিয়ে পড়েছেন আয়ারল্যান্ডে ভ্রমণে! হ্যাঁ, অন্তত পিয়ার সোশাল মিডিয়া এমনটাই বলছে।

প্রথমেই খবর ছিল, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শহর ছাড়ছেন পরম ও পিয়া। তখনই বোঝা গিয়েছিল, মধুচন্দ্রিমার প্ল্যানিং। তবে ফাঁস হয়নি কোথায় যাচ্ছেন। সোমবার সন্ধ্যায় পিয়া সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করেন। সেই ছবির ক্যাপশনে পিয়া লেখেন, ‘ডাবলিনে এখন বড়দিনের মরশুম’। এই ছবি থেকেই ইঙ্গিত পাওয়া যায় পরম ও পিয়া ইউরোপে ছুটি কাটাচ্ছেন।

Advertisement

[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’-এর ২৬ সেকেন্ডের দৃশ্য ঘিরে তোলপাড় নেটদুনিয়া! কী করেছেন রণবীর?]

২৭ নভেম্বর রিশেপসন পার্টি শুরুর আগেই সংবাদমাধ্যমকে পরমব্রত জানালেন, ”বেশি বয়সে বিয়ে হলে যেমন লাগে, ঠিক তেমনই লাগছে। এই বিয়েটা প্রথম থেকেই প্রাইভেট রাখতে চেয়েছিলাম। শুধুমাত্র পরিবারের লোকজনই উপস্থিত ছিল। দেখি পরে হয়তো একটা অনুষ্ঠান করব। সেখানে সবাই নিমন্ত্রণ পাবেন।”

প্রসঙ্গত, ২০২১ সালে অনুপম ও পিয়া বিচ্ছেদ ঘোষণা করেন। এই বছরই আবার ঘূর্ণিঝড় বিধ্বস্ত সুন্দরবনের ত্রাণ বিলিতে পিয়ার সঙ্গী হন পরমব্রত। শোনা যায়, এই সফরেই নাকি পরম-পিয়ার বন্ধুত্ব বাড়ে। ধীরে ধীরে গভীর হয় সখ্য, ঘনঘন দেখা, কফিশপে আড্ডা। তার পর প্রেমের বসন্ত। যদিও পরম তখনও মন দেওয়া-নেওয়ার কথা স্বীকার করতে চাননি। তবে এখন পিয়াকে নিয়ে পরমের সংসার জমজমাট।

[আরও পড়ুন: ‘কফি উইথ করণ’-এ এসে বিপাকে কৃতী স্যানন! মান বাঁচাতে আইনি পথে হাঁটলেন অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement