Advertisement
Advertisement

Breaking News

Parambrata Chatterjee

মানসিক হাসপাতালে ঋত্বিক ঘটকের বড় ছেলে! মামার সঙ্গে একান্তে সময় কাটালেন পরমব্রত

রাজ্য সরকার ও আমাদের পরিবার যৌথভাবে দেখভাল করে ঋতবান ঘটকের।

Parambrata Chatterjeeparambrata chatterjee shares that Ritwik Ghataks son ritaban ghatak admitted in mental hospital| Sangbad Pratidin

পরমব্রত ও ঋতবান ঘটক। ছবি- ইনস্টাগ্রাম

Published by: Akash Misra
  • Posted:December 27, 2023 9:19 am
  • Updated:December 27, 2023 9:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটক। তবে পরিচালকের শেষজীবন কাটে খুবই কষ্টের মধ্যে দিয়ে। শুধু তাই নয়, শেষজীবনে ঋত্বিকের ঠাঁই হয়েছিল মানসিক হাসপাতালে। সম্প্রতি পরমব্রত সোশাল মিডিয়ায় পোস্ট করলেন, আরও এক তথ্য। ঋত্বিক ঘটকের বড় ছেলে ঋতবান ঘটক ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালের মনোরোগ বিভাগে। সম্পর্কে পরমব্রতর মামা হন, ঋতবান ঘটক। সেই মামাকে নিয়ে লম্বা পোস্ট পরমের।

পরমব্রত সোশাল মিডিয়ায় ঋতবানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে লিখেছেন, ”আমার মামা ঋতবান ঘটক। পরিচালক ঋত্বিক ঘটকের পুত্র। যে ঋত্বিক ঘটককে জিনিয়াস পরিচালক হিসেবেই সবাই চেনেন। তাঁর পুত্র ঋতবানের দশ বছর ধরে মানসিক চিকিৎসা চলছে। রাজ্য সরকার ও আমাদের পরিবার যৌথভাবে ঋতবানের দেখভাল করে। প্রতিবছরই দুর্গাপুজো এবং বড়দিনে আমি দেখা করি মামার সঙ্গে।”

Advertisement

[আরও পড়ুন: লোকালয়ে ঢুকে পাঁচিলে বসে রোদ পোহাচ্ছে বাঘ! আতঙ্কে কাঁটা স্থানীয়রা, ভিডিও ভাইরাল]

 

এই ছবির ক্যাপশনে পরমব্রত আরও লিখলেন, ”পুজোর মতো, এখনও বলতে চাই, চারপাশে আলো হোক।”

পরমের এই পোস্ট দেখে হতবাক হয়েছেন তাঁর অনুরাগীরা। সঙ্গে পরমকে কুর্ণিশও জানিয়েছেন সবাই। ঋত্বিক ঘটকের ছেলে ঋতবানের আরোগ্য কামনা করেছেন নেটিজেনরা।

[আরও পড়ুন: পাক নির্বাচনে মুম্বই হামলার অন্যতম চক্রী হাফিজ সইদ! মৌলবাদীদের দখলে যাবে ইসলামাবাদ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement