সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (Corona Virus) বিরুদ্ধে লড়াইয়ে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেছেন টলিপাড়ার একাধিক তারকা। সৃজিত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, বিরশা দাশগুপ্তদের পাশাপাশি পরমব্রত চট্টোপাধ্যায়ও (Parambrata Chatterjee) এই কাজে ব্রতী হয়েছেন। একের পর এক টুইট করে চলেছেন অভিনেতা। অতিমারীর এই কঠিন পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করলেন। যার মাধ্যমে পশ্চিমবঙ্গের ‘কোভিড রিসোর্স’ সম্পর্কে জানতে পারবেন সাধারণ মানুষ।
একটি লিঙ্ক (https://covidresourceswestbengal.carrd.co/ ) পোস্ট করেছেন পরমব্রত। ক্যাপশনে জানিয়েছেন, প্রয়োজনের সময় খুবই কাজে লাগবে লিঙ্কটি। সমস্যার এই তথ্যভাণ্ডার থেকে সমস্ত কিছু জানা যাবে। কী কী জানা যাবে? লিঙ্কে ক্লিক করেই সাইটটি খুলে যাবে। যাতে বেড ও ভেন্টিলেটর কোথায় আছে তা জানা যাবে। ভেন্টিলেটর কোথায় ভাড়া পেতে পারেন তা জানা যাবে। অক্সিজেন, প্লাজমা, রক্ত, ওষুধ, টেলি-মেডিসিন সার্ভিস, হোম কেয়ার থেকে ফুড ডেলিভারি সমস্ত পরিষেবা কোথায় পাওয়া যাবে, তার ফোন নম্বর ও ঠিকানা-সহ দেওয়া রয়েছে। ঘনঘন আপলোড করা হয় সাইটটি। ফলে আপডেটেড ইনফরমেশনই পাবেন সকলে। পাশাপাশি কেউ যদি স্বেচ্ছাসেবী হয়ে মানুষের পাশে দাঁড়াতে চান। সেই সুবিধাও আছে।
Can prove to be a very important link. Database for everything needed in these critical times. #KolkataCovidCare https://t.co/TxijEAgAg1
— parambrata (@paramspeak) April 24, 2021
মুর্শিদাবাদের এক রোগীর খুব শিগগিরিই একটি ইঞ্জেকশন চাই। তা নিয়েও টুইট করেছেন পরমব্রত। পাশাপাশি অন্যান্যদের প্রয়োজনের কথাও নিজের প্রোফাইলে শেয়ার করছেন। একই কাজ করে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যা, সৃজিত মুখোপাধ্যায় এবং বিরসা দাশগুপ্তরা। এভাবেই কোভিড ১৯ (COVID-19) ভাইরাসের বিরুদ্ধে ভারচুয়াল যুদ্ধে নেমে পড়েছেন প্রত্যেকে।
Actemra injection needed urgently in Murshidabad! Please tweet or DM leads! 🙏🏼
— parambrata (@paramspeak) April 24, 2021
Urgently require a bed for a cancer patient who’s Covid positive in Saket, Delhi. Any leads for a home ICU setup are also welcome. Can someone please help? @abhijeet_dipke @dilipkpandey https://t.co/6zw1MJWewI
— Sayantan Ghosh (@sayantansunnyg) April 24, 2021
AIIMS COVID Algorithm. How to approach a Covid infection. Please read and reflect. pic.twitter.com/fts2EzPvdX
— Gee (@GayatriiM) April 23, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.