Advertisement
Advertisement

Breaking News

Parambrata Chaterjee

‘বিয়ের পর এক অদ্ভুত পরিস্থিতি…!’ পিয়ার সঙ্গে দাম্পত্য নিয়ে মুখ খুললেন পরমব্রত

বিতর্ককে পাত্তা না দিয়ে পরম-পিয়ার সংসার জমজমাট।

Parambrata chatterjee on a trolling| Sangbad Pratidin

ফাইল চিত্র

Published by: Akash Misra
  • Posted:December 13, 2023 2:28 pm
  • Updated:December 13, 2023 2:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে বিভ্রাট! এটা যেন পরমব্রত অভিনীত শুধু ছবির নাম নয়, ব্যক্তিগত জীবনেও পিয়াকে বিয়ে করার পর পরমব্রতর সোশাল বিভ্রাট! অর্থাৎ সোশাল মিডিয়ায় পরম-পিয়াকে নিয়ে যা হুল্লোড় তা দেখে একেবারেই অতিষ্ঠ পরমব্রত। আর তাই তো কলকাতা চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানের পরে সংবাদমাধ্যমের কাছে নিজের এই বিরক্তির কথা প্রকাশ করে ফেললেন অভিনেতা।

গত ২৭ নভেম্বর পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন পরমব্রত চট্টোপাধ্যায়। তার পরই পরম, পিয়া ও অনুপমকে নিয়ে সোশাল মিডিয়ায় একের পর এক ট্রোল। এবার সেই ট্রোল নিয়ে মুখ খুললেন পরম। সংবাদমাধ্য়মের কাছে অভিনেতা জানালেন, ” বিয়ের পর অদ্ভুত পরিস্থিতির মধ্যে রয়েছি। যা বোঝানো সম্ভব নয়। একদিকে যেমন বিয়ের কারণে, শুভকামনা ও আমাদের বিবাহিত জীবন সুখী হওয়ার শুভেচ্ছা আসছে। অন্যদিকে, আমাকে আর পিয়াকে নিয়ে কটাক্ষের বন্যা। এই ঘটনায় কী প্রতিক্রিয়া দেওয়া উচিত, তা বুঝতেই পারছি না।কারণ আমি ট্রোলিং ফলো করি না। এত সময় আমার নেই। তার পর বাইরে ঘুরতে গিয়েছিলাম খুব ভালো সময় কাটিয়েছি। সবেমাত্র ফিরেছি। তবে সবকিছুকেই আমি খুব স্পোর্টিংলি নিয়ে থাকি।”

Advertisement

[আরও পড়ুন: সইফের ছেলে ইব্রাহিমের সঙ্গে শ্রীদেবীকন্যা খুশির রোম্যান্স! নেপথ্যে কি করণ জোহর?]

২৭ নভেম্বর রিশেপসন পার্টি শুরুর আগেই সংবাদমাধ্যমকে পরমব্রত জানিয়ে ছিলেন, ”বেশি বয়সে বিয়ে হলে যেমন লাগে, ঠিক তেমনই লাগছে। এই বিয়েটা প্রথম থেকেই প্রাইভেট রাখতে চেয়েছিলাম। শুধুমাত্র পরিবারের লোকজনই উপস্থিত ছিল। দেখি পরে হয়তো একটা অনুষ্ঠান করব। সেখানে সবাই নিমন্ত্রণ পাবেন।”

প্রসঙ্গত, ২০২১ সালে অনুপম ও পিয়া বিচ্ছেদ ঘোষণা করেন। এই বছরই আবার ঘূর্ণিঝড় বিধ্বস্ত সুন্দরবনের ত্রাণ বিলিতে পিয়ার সঙ্গী হন পরমব্রত। শোনা যায়, এই সফরেই নাকি পরম-পিয়ার বন্ধুত্ব বাড়ে। ধীরে ধীরে গভীর হয় সখ্য, ঘনঘন দেখা, কফিশপে আড্ডা। তার পর প্রেমের বসন্ত। যদিও পরম তখনও মন দেওয়া-নেওয়ার কথা স্বীকার করতে চাননি। তবে এখন পিয়াকে নিয়ে পরমের সংসার জমজমাট।

[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’ রণবীরকে ভুলে ‘বাহাদুর’ ভিকির কোলে তৃপ্তি! ভাইরাল ছবি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement