Advertisement
Advertisement
Parambrata Chatterjee

কাঠফাটা গরমে গুজরাটে অটো চালাচ্ছেন পরমব্রত, দেখুন ভিডিও

কেন অভিনেতাকে অটো চালাতে হল জানেন?

Parambrata Chatterjee driving auto rickshaw in Ahmedabad

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:April 20, 2024 7:34 pm
  • Updated:April 20, 2024 7:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। কাঠফাটা গরমে নাজেহাল অবস্থা! তার মাঝেই আহমেদাবাদে অটোরিকশা চালাতে দেখা গেল অভিনেতাকে। কিন্তু কেন?

আসলে নতুন ছবির শুটিংয়ের জন্যই বর্তমানে আহমেদাবাদে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। বাংলার পাশাপাশি সেখানেও কিন্তু তাপমাত্রার পারদ চড়েছে মারাত্মক। আর সেই তীব্র দাবদাহকে উপেক্ষা করেই শুটিং চালিয়ে যাচ্ছেন অভিনেতা। যার জন্য ‘দূরদেশে’ গিয়ে অটোও চালাতে হল পরমব্রতকে। জিও স্টুডিওজ এবং একেলন প্রোডাকশনস-এর যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে ‘গুলাবি’। সেই সিনেমার জন্যই আহমেদাবাদে শুটিং করছেন পরমব্রত। ‘মিথ্যা’র পর আবারও ‘গুলাবি’র সুবাদে বলিউড অভিনেত্রী হুমা কুরেশির (Huma Qureshi) সঙ্গে স্ক্রিন শেয়ার করলেন পরমব্রত চট্টোপাধ্যায়।

Advertisement

[আরও পড়ুন: মা হেমাকে ভোটে জেতাতে দারুণ ‘স্ট্র্যাটেজি’ মেয়ে এষা দেওলের, মথুরায় কী করলেন দেখুন!]

টলিউডের পাশাপাশি বলিউডেও দাপিয়ে করে যাচ্ছেন অভিনেতা বর্তমানে। একের পর এক মুম্বইয়ের সিনেমা, সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। যদিও বলিউডি কাজের ক্ষেত্রে চিত্রনাট্য নির্বাচনের ক্ষেত্রে এখন অনেকটাই সচেতন হয়েছেন তিনি। ‘গুলাবি’তে ভিন্ন স্বাদের ভূমিকায় দেখা যাবে পরমব্রতকে। চিত্রনাট্য পড়েই সবুজ সংকেত দিয়েছিলেন অভিনেতা। ছবির পরিচালক বিপুল মেহেতা। পরমব্রত, হুমা কুরেশি ছাড়াও এই সিনেমায় দেখা যাবে দিব্যেন্দু ভট্টাচার্যকে। গত ১৪ এপ্রিল থেকে গুজরাটে শুরু হয়েছে ‘গুলাবি’র শুটিং।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Echelon Productions (@echelonproduction)

[আরও পড়ুন: প্রচণ্ড গরমে কাহিল! লাইভ সংবাদপাঠের মাঝেই অজ্ঞান দূরদর্শনের ‘অভিনেত্রী’ সঞ্চালিকা লোপামুদ্রা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement