Advertisement
Advertisement

Breaking News

Parambrata Anirban

‘জীবনে কী পাব না…’, ‘দ্বিতীয় পুরুষ’ থেকে মঞ্চ, অনির্বাণ-পরমের যুগলবন্দিতে হইচই, দেখুন

বাদ্যকার পরমব্রতর সঙ্গে অনির্বাণের গান। দেখুন শোরগোল ফেলে দেওয়া ভিডিও।

Parambrata Chatterjee, Anirban Bhattacharya's Live Jamming at Hoichoi party | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 30, 2023 2:32 pm
  • Updated:September 30, 2023 2:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ার বিগ ফ্রাইডে আপডেট ছিল হইচই-এর নতুন মরসুম। সাতে পা দিয়েই একগুচ্ছ প্রজেক্টের ঘোষণা সারল এসভিএফ। শুক্রবার জমে উঠেছিল তারকাখচিত স্বর্ণালি সন্ধ্যা। খোদ ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, ইশা সাহা, সোহিনি সরকার, প্রিয়াঙ্কা সরকার-সহ হাজির ছিলেন বহু জনপ্রিয় মুখ। আর সেই রাতপার্টির আসরই মাতিয়ে দিলেন পরমব্রত-অনির্বাণ জুটি।

পরমব্রত (Parambrata Chatterjee) বরাবরই ভার্সেটাইল। একাধারে অভিনয়ের পাশাপাশি পরিচালনা, প্রযোজনা, লেখালেখি সবই করেন। আর গান তাঁর পুরনো শখ। সেইসূত্রেই একাধিক বাদ্যযন্ত্রের সঙ্গে তাঁর সম্পর্ক পুরনো। শুক্রবার হইচই-এর পার্টিতে ইজিপশিয়ান ডারবুকা ড্রাম বাজিয়ে উপস্থিত সকলকে একপ্রকার চমকে দিলেন অভিনেতা। ঘনিষ্ঠমহলে অবশ্য সকলেই পরমব্রতর এই দিকটির সঙ্গে পরিচিত। তবে শনিবার হইচই-এর পার্টির ভিডিও ভাইরাল হতেই চমকে গেলেন ভক্তরাও।

Advertisement

[আরও পড়ুন: ‘তুমি খোলা হাওয়ার মতো…’, ‘ইন্ডাস্ট্রি’ বুম্বার জন্মদিনে একরাশ শুভেচ্ছা ঋতুপর্ণার]

ধুতি-পাঞ্জাবি পরেই মধ্যপ্রাচ্যের এই বাদ্যযন্ত্র নিয়ে কামাল করে দেখালেন পরমব্রত চট্টোপাধ্যায়। মিনিট খানেক বাদেই স্বতঃস্ফূর্তভাবে মঞ্চে উঠে এলেন অভিনেতার ‘দ্বিতীয় পুরুষ’ সঙ্গী অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। তাঁর পোশাক-আসাকেও আদ্যোপান্ত বাঙালিয়ানা। মাইক হাতে গান ধরলেন ‘কে তুমি নন্দিনী’… তার সঙ্গেই মেডলিতে জুড়ে গেল ‘জীবনে কী পাব না…।’ আর দুই টলিউড তারকার (Anirban Parambrata) এমন বিরল যুগলবন্দির সাক্ষী থাকতে পেরে অতিথিদের সে কী উল্লাস! ভাইরাল ভিডিও দেখে দর্শক অনুরাগীরাও ততোধিক মুগ্ধ। দেখুন সেই ভিডিও-

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

[আরও পড়ুন: এবার পুজোর গেম চেঞ্জার! দুরন্ত অ্যাকশন, সাসপেন্সে মোড়া ‘রক্তবীজ’ ট্রেলার, ঝলকেই বাজিমাত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement