সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুপম রায়ের বিয়ের খবরে হইচই গোটা টলিপাড়ায়। প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী একদিকে যখন পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে সুখী দাম্পত্যে ব্যস্ত। ঠিক তখনই ফের ছাদনাতলায় যেতে তৈরি অনুপম। গায়িকা প্রস্মিতার সঙ্গেই এবার গাঁটছড়া বাঁধতে চলেছেন সঙ্গীতশিল্পী। তা বিয়ের খবর কানে যেতেই কী বলছেন অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া এবং তাঁর বর্তমান স্বামী অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়?
এক সংবাদমাধ্যমকে পিয়া জানিয়েছেন, অনুপমের জন্য শুভ কামনা রইল। অনুপম ও প্রস্মিতার আগামী জীবন সুখের হোক। অন্যদিকে অনুপমের দীর্ঘদিনের বন্ধু পরমব্রত জানান, ‘দুজন মানুষ ভালোবেসে একসঙ্গে থাকতে চাইছে, এটা সবসময়েই আনন্দের খবর। অনেক শুভেচ্ছা অনুপম এবং প্রস্মিতাকে।’
অনুপমের সঙ্গে প্রেম নিয়ে সংবাদ প্রতিদিন ডিজিটালে প্রস্মিতা জানিয়েছেন, “আমরা দুজনেই গানের জগতের মানুষ। আমরা গানই গাই। তাই পেশাগতভাবে, সহকর্মী হিসেবে আমাদের অনেকদিন ধরেই পরিচয় আছে। কিন্তু সম্পর্ক বলতে এক বছর হয়েছে।”
প্রেমের প্রস্তাব কে দিল? আপনি না অনুপম? প্রস্মিতার উত্তর, “সেভাবে প্রেমপ্রস্তাব বলে তেমন কিছু হয়নি। আমরা তো একে অন্যকে অনেকদিন ধরে চিনি। বুঝতে পেরেছিলাম যে একে অপরকে আমরা পছন্দ করছি। কোনও প্রোপোজাল কখনও হয়নি।” গায়িকা জানান, দুই বাড়ি থেকে এই বিয়েতে কোনও আপত্তিই ছিল না। বরং পরিবারের পক্ষ থেকেই বিয়ের দিন ঠিক করা হয়েছে। আগামী ২ মার্চ রেজিস্ট্রি করেই বিয়ে সারবেন অনুপম ও প্রস্মিতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.