Advertisement
Advertisement

Breaking News

Bony trailer

পুজোয় শীর্ষেন্দুর ‘বনি’ আসছে বড়পর্দায়, কল্পবিজ্ঞানের গল্পে জুটি বাঁধলেন কোয়েল-পরমব্রত

এই ছবিতে স্বামী-স্ত্রীয়ের ভূমিকাতেই দেখা যাবে কাঞ্চন ও পিঙ্কিকে।

Parambrata Chatterjee and Koel Mallick starrer Bony Movie trailer out | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 27, 2021 4:54 pm
  • Updated:September 27, 2021 7:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর বক্স অফিস এবার একেবারে জমজমাট। ৭টি বাংলা ছবি এবার পুজোয় বড়পর্দা মাতিয়ে রাখবে। কোনওটা থ্রিলার, কোনওটা বায়োপিক। কিছু ছবিতে আবার ভরপুর রোমান্স। রয়েছে রূপকথার গল্পও। পুজোর ছবির তালিকায় এবার ঢুকে পড়ল এক কল্পবিজ্ঞানের গল্প। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জনপ্রিয় গল্প ‘বনি’ এবার আসতে চলেছে বড়পর্দায়। পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) এই ছবি নিয়ে ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে শোরগোল। শুধু ছবি পরিচালনা নয়, এই ছবিতে অভিনয় করছেন পরমব্রতও। সঙ্গে রয়েছেন কোয়েল মল্লিক (Koel Mallick)।

সব্য়সাচী (পরমব্রত) ও প্রতিভা (কোয়েল)-র সন্তানের নাম বনি। সপরিবারে তারা ইটালিতে থাকে। আমেরিকার এক বিজ্ঞানী সব্যসাচী, প্রতিভা ও তাদের সদ্যোজাতকে খুঁজছে। অন্যদিকে কলকাতার এক দম্পতি কিনে এনেছে একটি রোবট। সেই রোবট ঘরে ঢোকার পর থেকেই বাড়ি জুড়ে শুরু হয়ে যায় অদ্ভুত সব কাণ্ডকারখানা। এই রোবটের সঙ্গেই কি কোনও সম্পর্ক রয়েছে পরম-কোয়েলের? এরকমই এক থ্রিলারের গল্প ‘বনি’।

Advertisement

 

[আরও পড়ুন: মুর্শিদাবাদে ভোট প্রচারে রাজ চক্রবর্তী, পরিচালককে সারপ্রাইজ দিলেন অরিজিৎ সিং!]

সম্প্রতি মুক্তি পেল এই ছবির ট্রেলার। ট্রেলারের ঝলক দেখেই মনে হল, রহস্য, রোমাঞ্চ নিয়ে আসতে চলেছে ‘বনি’। এই ছবিতে পরমব্রত, কোয়েল ছা়ড়াও দেখা যাবে সব্যসাচী চক্রবর্তী, অঞ্জন দত্ত, কাঞ্চন মল্লিক, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতারা। ছবিতে সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়। সুরিন্দর ফিল্মসের ব্যানারেই তৈরি হয়েছে এই ছবি। ১০ অক্টোবর মুক্তি পেতে চলেছে পরমব্রত-কোয়েলের ‘বনি’। এর আগে পরম ও কোয়েলকে দেখা গিয়েছিল সৃজিত মুখোপাধ্য়ায়ের ‘হেমলক সোসাইটি’, সুদীপ্ত চট্টোপাধ্যায়ের ‘হাইওয়ে’, প্রভাত রায়ের ‘শুভদৃষ্টি’ ছবিতে। তবে এই প্রথম থ্রিলার ছবিতে অভিনয় করছেন এই জুটি। 

[আরও পড়ুন: মালদ্বীপের পর খোলামেলা পোশাকে পাহাড়ে শ্রাবন্তী, সঙ্গী কে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement