Advertisement
Advertisement
ছাত্রীর পাশে দাঁড়ালেন পরমব্রত

কন্যাশ্রীর টাকা দুস্থদের দান, ছাত্রীর পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্য পরমব্রতর

জাসমিন খাতুনকে কুর্নিশ জানিয়ে ফেসবুক পেজে পোস্ট করেছেন অভিনেতা।

Parambrata Chaterjee helps Student who donates Kanyasree savings
Published by: Subhamay Mandal
  • Posted:May 26, 2020 8:59 pm
  • Updated:May 26, 2020 8:59 pm  

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: করোনা সংক্রমণের জেরে লকডাউন চলছে সারা দেশে। কলকারখানা বন্ধ। লোকদের কাজকর্মও লাটে উঠেছে। এই অবস্থায় চারিদিকে সাধারণ মানুষের মধ্যে সংকট চলছে। উদয়নারায়ণপুরে কুরচি শিবপুর গ্রাম পঞ্চায়েতের টোকাপুর এলাকার বাসিন্দা বছর একুশের তরুণী জাসমিন খাতুন ওরফে রিনাও দেখেন এলাকার লোকেদেরও একই দশা। পাড়ার লোকেরা দুমুঠো খাবারের জন্য হন্যে হয়ে ঘুরছেন। চোখের সামনে তা দেখে স্থির থাকতে পারেননি উদয়নারায়ণপুর মাধবীলতা মহাবিদ্যালয়ের বিএ তৃতীয় বর্ষের এই ছাত্রীটি। কিন্তু কীভাবে তিনি দুস্থদের পাশে দাঁড়াবেন? তাঁর নিজস্ব সম্বল তো মাত্র কন্যাশ্রীর টাকা। শেষমেশ প্রতিবেশী দুস্থ মানুষগুলোর মুখে হাসি ফোটাতে তিনি নিজের কন্যাশ্রীর ২০ হাজার টাকা দিয়ে খাদ্য সামগ্রী কিনে তা বিতরণ করলেন। এদিকে তাঁর এই দানের কথা তাঁর অজান্তেই ভাইরাল হয়ে যায়। তা দেখে জাসমিনের প্রশংসায় পঞ্চমুখ আম আদমি থেকে শুরু করে প্রশাসনের কর্তারা এমনকি সেলিব্রিটিও। শুধু তাই নয়, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় আবার ২৫ হাজার টাকা পাঠালেন জাসমিনের জন্য।

উদয়নারায়ণপুর ব্লক বন্যাপ্রবণ এলাকা। জন্মের‌ পর থেকেই বন্যা দেখছে রিনা। বন্যার সময় এলাকার মানুষদের দুর্গত লক্ষ্য করেছে তিনি। সেই সময় থেকেই তার মনের ইচ্ছে ছিল সাধারণের পাশে‌ দাঁড়াবেন। আবার মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো হয়ে দাঁড়ায় করোনা ও লকডাউন। রিনার কথায়, ‘গ্রামের পূর্ব পাড়া, মল্লিকপাড়া, খাঁ পাড়া, হাজরাপাড়ার খেটে খাওয়া মানুষদের দুর্দশা লক্ষ্য করেছিলাম। তখনই ঠিক করি যেভাবেই হোক মানুষের পাশে দাঁড়াতে হবে। ঠিক করে ফেলি সেজন্য কন্যাশ্রীর টাকাটাই খরচ করে ফেলব’, জানালেন জাসমিন। তাঁর কথায়, ‘যেমন ভাবনা তেমন কাজ। পরিবারের সঙ্গে আলোচনা করি। তারাও সম্মতি দেয়। আর দেরি করিনি।’ সেই টাকায় তিনি আলু, পিঁয়াজ, ডাল, ডিম, সয়াবিন কিনে এনে লোকজন জুটিয়ে সেই খাদ্যসামগ্রী প্যাকেটবন্দি করে ফেলে জাসমিন। তারপর তা দুস্থদের হাতে তুলে দেন জাসমিন। আবার কয়েক জনের হাতে নগদ টাকাও তুলে দেওয়া হয়। তবে এই দান করার ক্যামেরাবন্দি নিজেও করেননি, কাউকে তা করতেও দেননি তিনি। রীনার কথায়, এটা ঠিক হত না।

Advertisement

[আরও পড়ুন: আমফানের পর ছন্দে ফিরছে কলকাতা, পরিষেবা দিতে আসা কর্মীদের খাবার দিয়ে সাহায্য মিমির]

তবে তাঁর সম্পর্কিত এক দাদা রিনার এই কথা ফেসবুকে পোস্ট করে। আর তাতেই সাড়া পড়ে যায়। বিষয়টি নজরে আসে প্রখ্যাত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। তিনি হাওড়া গ্রামীণ পুলিশের সাথে যোগাযোগ করেন। বিষয়টি নিয়ে জানতে চান। হাওড়া গ্রামীণ পুলিশও খতিয়ে দেখে সত্য বলে জানায় পরমব্রতকে। তিনি আবার হাওড়া গ্রামীন পুলিশের মাধ্যমে দুস্থদের সাহায্য করার জন্য রিনার কাছে আরও ২৫ হাজার টাকা পাঠান। ওই টাকা শীঘ্রই জাসমিন পেয়ে যাবেন। জাসমিন জানান, ওই টাকা পাওয়ার পর দুঃস্থদের আরও বেশি পাশে থাকা যাবে। জাসমিনের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন উদয়নারায়ণপুর থানার ওসি মৌমোন চক্রবর্তী। তিনি বলেন, জাসমিন যদি কোনও ক্ষেত্রে আর্থিক সমস্যায় পড়েন। আমরা ওর পাশে থাকবো। কুরচি শিবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ মাটিও জাসমিনের প্রশংসা করেন। জাসমিনের বাবা শেখ শাহজামাল উদয়নারায়ণপুরের এক মার্বেল পাথরের ব্যবসায়ী। শাহজামালবাবু বলেন, মেয়ের জন্য তিনি গর্বিত।

[আরও পড়ুন: পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়েছেন, সোনু সুদের প্রতি কৃতজ্ঞতায় মূর্তি বানাচ্ছে বিহারের গ্রাম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement