সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত এবার খতিয়ে দেখুক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- এই মর্মে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দপ্তরে চিঠি পাঠালেন বিহারের প্রাক্তন সাংসদ পাপ্পু যাদব। সেই চিঠি যে ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে গৃহীত হয়েছে, প্রাক্তন সাংসদ টুইট করে তা জানিয়েছেন। আবেদনটি সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে পাঠিয়েও দেওয়া হয়েছে।
মুম্বই পুলিশের তদন্তে সন্তুষ্ট নন! কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হোক সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুরহস্য তদন্তের ভার। এই দাবি তুলেই নেটদুনিয়াজুড়ে সরব হয়েছেন সুশান্ত-অনুগামীরা। তবে, সোশ্যাল মিডিয়ার সেই প্রতিবাদে চিঁড়ে ভেজেনি! অতঃপর সোজাসুজি প্রধানমন্ত্রী মোদির হস্তক্ষেপের জন্য আন্দোলন শুরু করেছিলেন। অভিনেতার মৃত্যুর তদন্তের ভার যতদিন না সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে, ততদিন তাঁদের আন্দোলন বন্ধ হবে না বলেই সাফ জানিয়ে দিয়েছিলেন সুশান্ত অনুরাগীদের একাংশ। আর সেই আন্দোলনকে সমর্থন করেই বিজেপির নেতামন্ত্রীরাও সরব হয়েছিলেন সিবিআই তদন্তের জন্য। সেই আন্দোলন কি তাহলে সফল হতে চলেছে? কারণ, ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাপ্পু যাদবের চিঠির সাড়া দিয়ে ‘পার্সোনাল অ্যান্ড ট্রেনিং’ দপ্তরকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ইস্যু খতিয়ে দেখার জন্য আবেদন জানিয়েছেন। পাপ্পু যাদবের শেয়ার করা টুইট থেকে অন্তত এমনটাই ইঙ্গিত মিলেছে।
সিবিআই যাতে এই ঘটনার তদন্ত করে সেই বিষয়টি খতিয়ে দেখতেই সম্প্রতি আইনজীবী নিয়োগ করেছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম। বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে মনোজ তিওয়ারি অনেকেই একসুরে সিবিআই তদন্তের দাবি তুলে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আরজিও জানিয়েছিলেন। নেটিজেনরাও তাঁদের পোস্টে অমিত শাহকে ট্যাগ করে আবেদন জানাচ্ছিলেন দীর্ঘ ১ মাস ধরে। আজ সুশান্তের মৃত্যুর ঠিক একমাস একদিনের মাথায় সেই আরজি শুনল স্বরাষ্ট্রমন্ত্রক।
अमित शाह जी आप चाहें तो एक मिनट में सुशांत मामले की CBI जांच हो सकती है। इसे टालें नहीं!
बिहार के गौरव फ़िल्म अभिनेता सुशांत सिंह राजपूत जी की संदिग्ध मृत्यु की CBI जांच के लिए केंद्रीय गृह मंत्री जी को पत्र लिख आग्रह किया था।
उन्होंने कार्रवाई के लिए पत्र अग्रसारित कर दिया है। pic.twitter.com/MWsFBFNN8p
— Sewak Pappu Yadav (@pappuyadavjapl) July 14, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.