Advertisement
Advertisement

Breaking News

Srijit Mukherji

জুনেই মুক্তি পাবে ‘শেরদিল’, সৃজিতের নতুন হিন্দি ছবিতে চমক দেবেন পঙ্কজ ত্রিপাঠী!

এই ছবিতে পঙ্কজ ত্রিপাঠী ছাড়াও দেখা যাবে শায়নী গুপ্ত ও নীরজ কবিকে।

Pankaj Tripathi's 'Sherdil: The Pilibhit Saga' to release in June | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 13, 2022 7:15 pm
  • Updated:May 13, 2022 7:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডের পাশাপাশি বলিউড ছবি নিয়েও ভীষণ ব্যস্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। একদিকে তাঁর নতুন বাংলা ছবি ‘এক্স ইক্যুয়ালসটু প্রেম’ মুক্তির অপেক্ষায়। অন্যদিকে হিন্দি ছবি ‘সাবাশ মিঠু’ও মুক্তির দিন গুনছে। আর এবার প্রকাশ্যে এল সৃজিতের আরেক হিন্দি ছবি ‘শেরদিলে’র মুক্তির তারিখ। সৃজিতের এই ছবিতে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। ছবি মুক্তি পাবে ২৪ জুন। 

এই ছবির ঘোষণার পর থেকেই সিনেমাপ্রেমীদের নজর কেড়েছিলেন সৃজিত। বিশেষ করে ছবির বিষয় নিয়ে আগ্রহ রয়েছে দর্শকদের মধ্যে।

Advertisement

 

[আরও পড়ুন: নন্দনে অনীকের ‘অপরাজিত’ শো না পাওয়ায় তোপ শ্রীলেখার, বিতর্ক নিয়ে মুখ খুললেন সায়নী]

কীসের গল্প বলবে সৃজিতের ‘শেরদিল’ ?

২০১৬ সালে খবরে কাগজে নেপালের একটি ঘটনার কথা জানতে পারেন সৃজিত। নেপাল সীমান্তে ৬০২ কিলোমিটার বিস্তৃত একটি ব্য়াঘ্র প্রকল্প রয়েছে। সেখানে বাঘের সংখ্যা পঞ্চাশের বেশি। সরকারি নির্দেশ, জঙ্গলের বাইরে বাঘের আক্রমণে এলাকাবাসীর মৃত্যু হলে, মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে। শোনা যায়, এই টাকা পাওয়ার আশায় বহু গরিব মানুষ জঙ্গলে হানা দেয়। এরকমই এক সত্য ঘটনাকে নিয়েই নাকি ‘শেরদিল’ তৈরি করেছেন সৃজিত।

গুঞ্জন রয়েছে, এই ছবি নিয়ে বিস্তারিত কথা বলতেই দুর্গাপুজোর সময় স্ত্রী মৃদুলাকে সঙ্গে নিয়ে কলকাতায় এসেছিলেন পঙ্কজ ত্রিপাঠী। এই ছবিতে পঙ্কজ ত্রিপাঠী ছাড়াও দেখা যাবে শায়নী গুপ্ত ও নীরজ কবিকে।

[আরও পড়ুন: সলমনের পরিবারে ফের ভাঙন, ২৪ বছরের বিয়ের সম্পর্কে ইতি টানলেন সোহেল খান ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement