Advertisement
Advertisement

Breaking News

Pankaj Tripathi

ভোটের আগেই নির্বাচন কমিশনের ‘ন্যাশনাল আইকন’ পদ ছাড়লেন পঙ্কজ ত্রিপাঠী, কেন?

কী কারণে অভিনেতার এমন সিদ্ধান্ত?

Pankaj Tripathi Steps Down As Election Commission's National Icon | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sandipta Bhanja
  • Posted:January 11, 2024 9:21 pm
  • Updated:January 19, 2024 12:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশের লোকসভা ভোটের (Loksabha Election 2024) আগেই নির্বাচন কমিশনের ‘ন্যাশনাল আইকন’ পদ ছাড়লেন পঙ্কজ ত্রিপাঠী। ভোট নিয়ে দেশের নাগরিকদের সচেতনতার বার্তা দিতে ২০২২ সালের অক্টোবর মাসে নির্বাচন কমিশনের ‘ন্যাশনাল আইকন’ হিসেবে ঘোষণা করা হয়েছিল অভিনেতাকে (Pankaj Tripathi)। কিন্তু সেই দায়িত্ব ছেড়ে দিলেন বিহারের ভূমিপুত্র।

‘মির্জাপুর’, ‘সেক্রেড গেমস’-এর মতো একাধিক জনপ্রিয় ওটিটি শো ছাড়াও একাধিক সিনেমায় নিজের অভিনয় দক্ষতা প্রদর্শন করেছেন পঙ্কজ ত্রিপাঠী। লোকসভা ভোটের আগে তাই ‘বিহার কে লালা’কেই নির্বাচন কমিশনের (Election Commission) দূত হিসেবে বেছে নেওয়া হয়। তবে বৃহস্পতিবার, ১১ জানুয়ারি সেই পদ থেকে ইস্তফা দেন বলিউড অভিনেতা। কেন এই সিদ্ধান্ত?

Advertisement

পঙ্কজ ত্রিপাঠী জানিয়েছেন, অটলবিহারী বাজপেয়ীর ভূমিকায় তাঁর সিনেমা ‘ম্যায় অটল হুঁ’ সামনেই মুক্তি পাচ্ছে। আর সেই প্রেক্ষিতেই নির্বাচন কমিশনের চুক্তিতে উল্লিখিত শর্তাবলী অনুযায়ী কমিশনের ‘ন্যাশনাল আইকন’ পদ থেকে ইস্তফা দিলেন তিনি।

সামনেই লোকসভা ভোট। একদিকে ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দির উদ্বোধন। আর তার ঠিক প্রাক্কালেই ১৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রীর অটলবিহারীর বায়োপিক ‘ম্যায় অটল হুঁ’। ভোট রাজনীতিতে সিনেমাকেও যে এর আগে হাতিয়ার করা হয়েছে, তা বোধহয় আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন হয় না। অটলের ভূমিকায় অভিনয় করা পঙ্কজের কাছেও প্রশ্ন গিয়েছিল যে তিনি রাজনীতির ময়দানে পা দিচ্ছেন কিনা?

[আরও পড়ুন: গয়ায় মা-বাবার পিণ্ডদানে গিয়ে ভিড়ে চিড়েচ্যাপ্টা সঞ্জয় দত্ত! রামমন্দির নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য]

এপ্রসঙ্গে পঙ্কজ ত্রিপাঠী সাফ জানিয়েছেন যে, বিহারে কলেজজীবনে একনিষ্ঠভাবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য ছিলেন। আন্দোলনে নেমে এক সপ্তাহ জেলে থাকতে হয়েছিল তাঁকে। তারপরই রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেন। পঙ্কজ বলেন, “বুঝেছিলাম, রাজনীতির পথ কাঁটা বিছানো।”

[আরও পড়ুন: রামের অপমানে নয়নতারার বিরুদ্ধে FIR! আইনি বিপাকে পড়ে সিনেমা তুলে নিল নেটফ্লিক্স]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement