Advertisement
Advertisement
Pankaj Tripathi

বাজপেয়ী হয়ে উঠতে টানা ৬০ দিন খিচুড়ি খেলেন পঙ্কজ ত্রিপাঠী! কেন এই সিদ্ধান্ত?

অভিনেতা নিজের হাতেই রেঁধেছেন এই খাবার।

Pankaj Tripathi says he only ate khichdi for 60 days while playing Atal Bihari Bajpayee | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 4, 2023 8:13 pm
  • Updated:November 4, 2023 8:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ৬০ দিন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বায়োপিকের শুটিং করেছেন পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। আর এই ৬০ দিন খাবার হিসেবে শুধু খিচুড়িই খেয়েছেন। তাও আবার নিজের হাতে রান্না করা। কিন্তু কেন? এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে একথা জানান অভিনেতা।

Pankaj Tripathi as Vajpayee

Advertisement

পাঁচ দশকেরও বেশি সময় ধরে ভারতের জাতীয় সংসদের সদস্য ছিলেন অটল বিহারী বাজপেয়ী (Atal Bihari Bajpayee)। প্রথম দফায় মাত্র ১৩ দিনের জন্য প্রধানমন্ত্রীর পদে বসেছিলেন তিনি। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন ১৯৯৮ সালে। একটানা ২০০৪ সাল পর্যন্ত তাঁরই প্রধানমন্ত্রিত্বে দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল ছিল বিজেপি তথা এনডিএ জোট। এই দীর্ঘ সময় অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন বাজপেয়ী। তাঁর সময়ের সবথেকে উল্লেখযোগ্য ঘটনা কার্গিল যুদ্ধ। এমন মানুষের চরিত্রে অভিনয় করতেই এই কৃচ্ছসাধন করেছেন পঙ্কজ। কারণ অভিনেতা মনে করেন, শরীর ভালো থাকলে মনও অভিনয়ের জন্য পুরোপুরি প্রস্তুত থাকে।

[আরও পড়ুন: ‘আবার বাচ্চা? বোটক্স… বিশ্রী লাগছে!’, অন্তঃসত্ত্বা শুভশ্রীকে জন্মদিনেও রেহাই দিল না নেটপাড়া]

পঙ্কজের মতে, একজন অভিনেতার শরীর, বিশেষ করে পেটের অবস্থা ভালো থাকা খুবই প্রয়োজন। কারণ তাতেই মন শান্ত থাকে আর চরিত্রের সঙ্গে অভিনেতা একাত্ম হতে পারে। যা অটল বিহারী বাজপেয়ীর মতো ব্যক্তিত্বের চরিত্রের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন। বাইরের খাবারে কী ধরনের তেল-মশলা থাকে কে জানে? তাই অভিনেতা নিজেই তেল ছাড়া অল্প মশলা আর সবজি দিয়ে খিচুড়ি তৈরি করে ফেলেন। তাতেই টানা ৬০ দিন ধরে সারেন আহার।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pankaj Tripathi (@pankajtripathi)

রবি যাদবের পরিচালনায় তৈরি ‘ম্যায় অটল হু’ (Main Atal Hoon)। ২০২২ সালের ২৫ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে প্রকাশ্যে আসে ছবির পোস্টার। প্রথম ঝলকেই চমকে দেন পঙ্কজ। অবিকল অটল বিহারী বাজপেয়ীর মতো দেখতে লাগছে অভিনেতাকে। এমনই মত অনুরাগীদের।

[আরও পড়ুন: ‘টাকা শোধ করে যা নাহলে…’, প্রকাশ্যেই নায়িকাকে হুমকি রণজয় বিষ্ণুর! ]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement