Advertisement
Advertisement

Breaking News

Pankaj Tripathi and Jaya Ahsan

বাঙালি পরিচালকের ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন পঙ্কজ ত্রিপাঠি ও জয়া আহসান? জল্পনা তুঙ্গে

কলকাতাতেই নাকি সিনেমার শুটিং হবে।

Pankaj Tripathi, Jaya Ahsan may act in Aniruddha Roy Chowdhury's new film | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 29, 2022 4:53 pm
  • Updated:November 29, 2022 4:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন বাংলার জামাই এবং বলিউডের তুখোড় অভিনেতা, অন্যজন পদ্মাপারের জনপ্রিয় অভিনেত্রী। শোনা যাচ্ছে, এক ছবিতে অভিনয় করতে চলেছেন তাঁরা। কারা? পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi) এবং জয়া আহসান। গ্ল্যামার দুনিয়ায় জোর গুঞ্জন, পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর আগামী সিনেমায় একসঙ্গে দেখা যাবে দু’জনকে।

Pankaj-Jaya-2

Advertisement

জাতীয় পুরস্কারজয়ী ‘পিঙ্ক’-এর বেশ কিছুদিন পর ইয়ামি গৌতমকে নিয়ে ‘লস্ট’ (Lost Movie) সিনেমা তৈরি করেছেন অনিরুদ্ধ। সাম্প্রতিক গোয়া চলচ্চিত্র উৎসবে (IFFI 2022) হয়েছে ছবিটির এশিয়ান প্রিমিয়ার। উৎসবের দর্শকরা ভূয়সী প্রশংসা করেছে ছবিটির। আগামীতে, পঙ্কজ ত্রিপাঠিকে নিয়ে ‘কড়ক সিং’ (Kadak Singh) নামের সিনেমা তৈরি করতে চলেছেন বাঙালি পরিচালক। শোনা যাচ্ছে, সেই ছবিতেই বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানকে (Jaya Ahsan) গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

[আরও পড়ুন: অশ্লীল ছবি ‘কাশ্মীর ফাইলস’! ইজরায়েলি পরিচালকের মন্তব্যে বিতর্ক, পালটা অনুপম-বিবেকদের]

যদিও এ খবরের কতটা সত্যি? তা নিয়ে জল্পনার অবকাশ রয়েছে। এখনও পর্যন্ত অভিনেতা-অভিনেত্রী কিংবা পরিচালকের পক্ষ থেকেও তেমন কোনও তথ্য জানা সম্ভব হয়নি। তবে এটুকু জানা গিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ‘কড়ক সিং’ ছবির শুটিং শুরু হতে চলেছে। মুম্বইয়ের পাশাপাশি কলকাতাতেও ছবির শুটিং হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুটিংয়ের জন্য কলকাতায় আসতে পারেন পঙ্কজ ত্রিপাঠি।

Pankaj Tripathi

সূত্রের খবর মানলে, আর্থিক কেলেঙ্কারির কাহিনি ‘কড়ক সিং’। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে সঞ্জনা সাংভিকে। প্রয়াত সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’র নায়িকা ছিলেন সঞ্জনা। তিনিও নাকি কলকাতায় আসবে শুটিং করতে। এদিকে জয়া আহসানের ছবি এ ছবিতে অভিনয়ের খবর সত্যি হয় তাহলে এটি বাংলাদেশি অভিনেত্রীর প্রথম হিন্দি তথা বলিউড ছবি হতে চলেছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jaya Ahsan (@jaya.ahsan)

[আরও পড়ুন: উরফির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন চেতন! ভাইরাল WhatsApp চ্যাট ঘিরে চাঞ্চল্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement