সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য মুক্তি পেয়েছে ‘পানিপথ’-এর ট্রেলার। আশুতোষ গোয়ারিকর পরিচালিত এই ছবির ট্রেলার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দর্শকদের মধ্যে। ঐতিহাসিক বিষয় নিয়ে কেউ কেউ বাহবা দিয়েছেন তো আবার কেউ বা সদাশিব রাওয়ের চরিত্রে অর্জুন কাপুরকে দেখে তুলোধোনা করেছিলেন। আর নেটদুনিয়ায় যাবতীয় এই রঙ্গতামাশার মধ্যেই নয়া বিপাকে পড়ল আশুতোষের ‘পানিপথ’। এবার আপত্তির কারণ, সংলাপ।
পেশোয়া বাজিরাওয়ের এক বংশধরের কথায়, ‘পানিপথ’ ছবিতে মারাঠা ইতিহাসের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। মূলত, ভুলভাবে দর্শকদের কাছে তুলে ধরা হয়েছে বাজিরাও এবং তাঁর দ্বিতীয় স্ত্রী মাস্তানিকে। ট্রেলারের একটি দৃশ্যে বাজিরাওয়ের স্ত্রী মাস্তানির ভূমিকায় কৃতি শ্যাননকে বলতে শোনা গিয়েছে, “ম্যায়নে শুনা হ্যায় পেশোয়া যব আকেলে মুহিম পর যাতে হ্যায় তো এক মাস্তানিকে সাথ লটতে হ্যায়” অর্থাৎ পোশোয়া যু্দ্ধে গেলে কোনও মাস্তানিকে নিয়েই ফেরেন। আর এই সংলাপকে ঘিরেই আপত্তি তুলেছেন পেশোয়া বাজিরাওয়ের অষ্টম প্রজন্মের বংশধর নবাবজাদা শাদাব আলি বাহাদুর। শাদাব আলির কথায়, এই সংলাপে মাস্তানি সাহেবাকে ভীষণ নিকৃষ্ট করে তুলে ধরে হয়েছে। অপমান করা হয়েছে সর্বকালের শ্রেষ্ঠ মারাঠা যোদ্ধার স্ত্রীকে। যার জন্য ইতিমধ্যেই আইনি নোটিস পাঠানো হয়েছে পরিচালক তথা নির্মাতাদের।
এর আগে ছবিতে সঞ্জয় দত্তের চরিত্র আহমেদ শাহ আবদালিকে নিয়ে আপত্তি তুলেছিলেন আফগানিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত ডা. সাইদা আবদালি। ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়টি তুলে ধরার সময় তা যথাযথভাবে বিবেচনা করা হয়নি বলে টুইটে আক্ষেপ প্রকাশ করেছিলেন তিনি। ‘পানিপথ’ প্রাঙ্গন, যেন ভারতীয় ইতিহাসের আরেক নাম। প্রথম এবং দ্বিতীয় ‘পানিপথ’-এর যুদ্ধ বদলে দিয়েছিল ভারতীয় ইতিহাস। ঠিক তেমনই তৃতীয় ‘পানিপথ’-এর যুদ্ধও ইতিহাসের পাতায় সূচনা করেছিল এক নয়া অধ্যায়ের, যার ফলও ছিল বেশ সূদুরপ্রসারী। আর সেই ঐতিহাসিক পটভূমিকাই এবার যখন সিনেমার পর্দায়, তা নিয়ে যে সমালোচনা হবেই তা বলাই বাহুল্য।
রাজস্থানের ধূ-ধু মরুপ্রান্তরে প্রখর রোদের মধ্যে শুটিং করতে হয়েছে টিমকে। রাতেও সেরকম হাড় কাঁপানো ঠান্ডা। পরিচালকের ইচ্ছেয় যতবার দরকার হয়েছে রি-টেক শট দিয়েছেন অর্জুন কাপুর এবং সঞ্জয় দত্ত। কোনও অভিযোগ ছাড়াই। জানিয়েছেন পরিচালক আশুতোষ নিজেই। কাজেই ‘যোধা আকবর’-এর পর এই ছবি নিয়েও যে তাঁর একটা প্রত্যাশা থাকবেই, তা বলাই যায়। মুক্তি পাচ্ছে ডিসেম্বরের ৬ তারিখে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.