Advertisement
Advertisement
পানিপথ

মুক্তি পেতেই বিপাকে ‘পানিপথ’, পরিচালক-অভিনেতার কুশপুতুল পোড়াল জাঠরা

‘পানিপথ’ প্রদর্শন বন্ধের দাবিও তুলেছেন রাজস্থানের এই সম্প্রদায়।  

‘Panipat’ lands in problem, Jat community burnt effigies of director
Published by: Sandipta Bhanja
  • Posted:December 8, 2019 4:52 pm
  • Updated:December 10, 2019 1:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য মুক্তি পেয়েছে ‘পানিপথ’। ৬ ডিসেম্বর মুক্তি পাওয়ার পরই রাজস্থানের জাঠ সম্প্রদায় আপত্তি তুলেছে এই ছবি নিয়ে। এই সম্প্রদায়কে ভুল ভাবে দেখানো হয়েছে অর্জুন কাপুর, সঞ্জয় দত্ত এবং কৃতি স্যানন অভিনীত ‘পানিপথ’ ছবিতে, দাবি তুলেছেন তাঁদের একাংশ। যা নিয়ে বেজায় চটেছেন সংশ্লিষ্ট সম্প্রদায়ের শীর্ষ স্থানীয় ব্যক্তিরা।

সদাশিব রাও ভাউ যখন আফগান সম্রাট আহমেদ শাহ আবদানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মহারাজ সূরজমলের কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন, তখন সূরজমল তার পরিবর্তে সদাশিবের কাছে একটি শর্ত রাখেন। যে শর্তে মোটেই রাজি হননি সদাশিব। অতঃপর আফগান সম্রাটের বিরুদ্ধে একজোটে লড়ার প্রস্তাবও নাকচ করে দেন সূরজমল। ছবির এই গল্প নিয়েই আপত্তি তুলেছে জাঠ সম্প্রদায়। তাঁদের কথায়, মহারাজ সূরজমলের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। যার ফলে ভুল বার্তা পৌঁছচ্ছে মানুষের কাছে। ‘পানিপথ’ প্রদর্শন বন্ধ করার দাবিতে রাজস্থানের জাঠ সম্প্রদায় পরিচালক আশুতোষ গোয়ারিকরের কুশপুতুল দাহ করেছে। যদিও মুক্তির প্রথম দিনই চার কোটির ব্যবসা করে ফেলেছে ‘পানিপথ’।

Advertisement

এর আগে পেশোয়া বাজিরাওয়ের এক বংশধর আপত্তি তুলেছিলেন ছবির সংলাপ নিয়ে। তাঁর কথায়, ‘পানিপথ’ ছবিতে মারাঠা ইতিহাসের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। মূলত, ভুলভাবে দর্শকদের কাছে তুলে ধরা হয়েছে বাজিরাও এবং তাঁর দ্বিতীয় স্ত্রী মাস্তানিকে। ট্রেলারের একটি দৃশ্যে বাজিরাওয়ের স্ত্রী মাস্তানির ভূমিকায় কৃতি শ্যাননকে বলতে শোনা গিয়েছে, “ম্যায়নে শুনা হ্যায় পেশোয়া যব আকেলে মুহিম পর যাতে হ্যায় তো এক মাস্তানিকে সাথ লটতে হ্যায়” অর্থাৎ পোশোয়া যু্দ্ধে গেলে কোনও মাস্তানিকে নিয়েই ফেরেন। আর এই সংলাপকে ঘিরেই আপত্তি তুলেছেন পেশোয়া বাজিরাওয়ের অষ্টম প্রজন্মের বংশধর নবাবজাদা শাদাব আলি বাহাদুর। শাদাব আলির কথায়, এই সংলাপে মাস্তানি সাহেবাকে ভীষণ নিকৃষ্ট করে তুলে ধরে হয়েছে। অপমান করা হয়েছে সর্বকালের শ্রেষ্ঠ মারাঠা যোদ্ধার স্ত্রীকে। যার জন্য আইনি নোটিসও পাঠিয়েছিলেন পরিচালক তথা নির্মাতাদের।

[আরও পড়ুন: কলকাতায় ‘লাল সিং চাড্ডা’র শুটিংয়ে আমির, দেখুন এক্সক্লুসিভ ছবি ]

এর আগে ছবিতে সঞ্জয় দত্তের চরিত্র আহমেদ শাহ আবদালিকে নিয়ে আপত্তি তুলেছিলেন আফগানিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত ডা. সাইদা আবদালি। ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়টি তুলে ধরার সময় তা যথাযথভাবে বিবেচনা করা হয়নি বলে টুইটে আক্ষেপ প্রকাশ করেছিলেন তিনি। ‘পানিপথ’ প্রাঙ্গন, যেন ভারতীয় ইতিহাসের আরেক নাম। প্রথম এবং দ্বিতীয় ‘পানিপথ’-এর যুদ্ধ বদলে দিয়েছিল ভারতীয় ইতিহাস। ঠিক তেমনই তৃতীয় ‘পানিপথ’-এর যুদ্ধও ইতিহাসের পাতায় সূচনা করেছিল এক নয়া অধ্যায়ের, যার ফলও ছিল বেশ সূদুরপ্রসারী। আর সেই ঐতিহাসিক পটভূমিকাই এবার যখন সিনেমার পর্দায়, তা নিয়ে যে সমালোচনা হবেই তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement