Advertisement
Advertisement

Breaking News

Ajoy Chakrabarty

অসুস্থ পণ্ডিত অজয় চক্রবর্তী! ভর্তি হাসপাতালে

কেমন আছেন শিল্পী?

Pandit Ajoy Chakrabarty hospitalized
Published by: Suparna Majumder
  • Posted:March 7, 2024 9:11 pm
  • Updated:March 7, 2024 9:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ পণ্ডিত অজয় চক্রবর্তী (Ajoy Chakrabarty)। শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, রুটিন চেকআপের জন্য গিয়েছিলেন শিল্পী। তখন তাঁর TMT পরীক্ষা করা হয়। দেখা যায়, বর্ষীয়ান শিল্পীর হার্টে তিন-তিনটে ব্লকেজ। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়।

Ajay-Chakrabarty

Advertisement

জানা গিয়েছে, কাল অর্থাৎ শুক্রবার শিল্পীর আবার শারীরিক পরীক্ষা হবে। সেই সময় অবস্থা বুঝে অ্যাঞ্জিওপ্লাস্টির পরামর্শ দেওয়া হতে পারে। পরিস্থিতি যদি খুব খারাপ হয় তাহলে বাইপাস সার্জারিও হতে পারে। যদিও শিল্পীর পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। 

[আরও পড়ুন: আলতা হাতে প্রি-অস্কার পার্টিতে নজর কাড়লেন জম্মুর অভিনেতা]

শাস্ত্রীয় সঙ্গীতের জগতে পণ্ডিত অজয় চক্রবর্তীর অবদান অনস্বীকার্য। শুধু সঙ্গীতশিল্পী নন, তিনি গীতিকার, সুরকার এবং সঙ্গীতগুরুও। তাঁর ‘শ্রুতিনন্দন’ প্রতিষ্ঠান থেকে বহু গুণী শিল্পী শিক্ষা লাভ করেছেন। বাবার পথে চলেই শাস্ত্রীয় সঙ্গীতের জগতে নিজেকে প্রতিষ্ঠা করেছেন কৌশিকী চক্রবর্তী। শিল্পীপুত্র অঞ্জন চক্রবর্তী সাউন্ড ইঞ্জিনিয়ার ও সঙ্গীত পরিচালক।

পটিয়ালা ঘরানায় বিশেষ দক্ষতা পণ্ডিত অজয় চক্রবর্তীর। ঠুমরি, দাদরা থেকে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, সবেতেই তাঁর অবাধ বিচরণ। ২০০০ সালে সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার পান অজয় চক্রবর্তী। ২০১১ সালে পান পদ্মশ্রী পুরস্কার। এর পরের বছরই হন বঙ্গ বিভূষণ। ২০২০ সালে পদ্মভূষণ পেয়েছেন শিল্পী। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by pt. ajoy Chakraborty official fc (@pt.ajoy_chakrabarty_official)

[আরও পড়ুন: ফের বড়পর্দায় রাহুল-ঋতুপর্ণা জুটি, ‘অনুরণন’-এর পর রিইউনিয়ন, কী বললেন অভিনেতা? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement