Advertisement
Advertisement

Breaking News

Pamela Chopra

প্রয়াত যশ চোপড়ার স্ত্রী পামেলা, শোকস্তব্ধ ছেলে আদিত্য এবং পুত্রবধূ রানি মুখোপাধ্যায়

৭৪ বছর বয়সে প্রয়াত হলেন পামেলা চোপড়া।

Pamela Chopra Wife Of Yash Chopra Dies At the age of 74 | Sangbad Pratidn
Published by: Kishore Ghosh
  • Posted:April 20, 2023 1:04 pm
  • Updated:April 20, 2023 1:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বলিউডের কিংবদন্তি প্রযোজক যশ চোপড়ার (Yash Chopra) স্ত্রী তো বটেই, এইসঙ্গে ছিলেন সুগায়িকা। যশ প্রযোজিত একাধিক ছবিতে গান গেয়েছেন। যা মন ছুঁয়ে গিয়েছিল শ্রোতাদের। বৃহস্পতিবার ৭৪ বছর বয়সে প্রয়াত হলেন সেই পামেলা চোপড়া (Pamela Chopra)। যশের মতোই একাধিক ছবির প্রযোজনারও দায়িত্ব সামলেছেন। পামেলার প্রয়াণে হিন্দি ছবির জগতে শোকের ছায়া নেমেছে।

বৃহস্পতিবার সকালে পামেলার প্রয়াণের কথা জানায় পরিবার।ইনস্টাগ্রামে ‘যশরাজ ফিল্মস’-এর শোকবার্তায় লেখা হয়, “গভীর বেদনার সঙ্গে চোপড়া পরিবারের তরফে জানানো হচ্ছে যে বৃহস্পতিবার ভোরে ৭৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন পামেলা চোপড়া। আজ সকাল ১১টা নাগাদ শেষকৃত্য সম্পন্ন হবে। আমরা আপনাদের প্রার্থনার জন্য কৃতজ্ঞ।….” বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন যশের স্ত্রী। গত ১৫ দিন ধরে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পামেলার প্রয়াণে শোকস্তব্ধ পুত্র আদিত্য চোপড়া এবং পুত্রবধূ রানি মুখোপাধ্যায়।

Advertisement

[আরও পড়ুন: আসক্তদের নয়, মাদক ব্যবসায়ীদের ধরুন, NCB’কে সতর্কবার্তা শাহর, আরিয়ান কাণ্ডের জের?]

উল্লেখ্য, গান গাওয়া, প্রযোজন ছাড়াও যশের ছবির চিত্রনাট্য রচনা, পোশাক পরিকল্পনার কাজও করেছেন পামেলা। কিংবদন্তি স্বামীর আড়ালে থাকলেও পামেলা ছিলেন কর্মী মানুষ। ব্লকবাস্টার ‘কভি কভি’ ছবিতে গান গাওয়ার পাশাপাশি চিত্রনাট্যেও অবদান ছিল তাঁর। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘দিল তো পাগল হ্যায়’ ছবির সহযোগী চিত্রনাট্যকার ছিলেন পামেলা। এছাড়াও ‘নূরি’, ‘কালা পাত্থর’, ‘সিলসিলা’, ‘চাঁদনী’, ‘দিলবালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ এবং ‘মুঝসে দোস্তি করোগে’ ছবিতে গান গেয়েছেন পামেলা। ১৭৭০ সালে যশ ও পামেলা সাত পাকে বাঁধা পড়েন। ২০১২ সালের ২১ অক্টোবর প্রয়াত হন যশ চোপড়া। একদশকের একাকীত্বের পর চলে গেলেন পামেলা। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yash Raj Films (@yrf)

[আরও পড়ুন: মানহানির মামলায় আদালতে বিরাট ধাক্কা রাহুলের, কমল না শাস্তি, ফিরছে না সাংসদ পদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement