Advertisement
Advertisement
Pamela Anderson

ষষ্ঠবার বিয়ের পিঁড়িতে ‘প্লেবয়-সুন্দরী’ পামেলা অ্যান্ডারসন, এবার পাত্র দেহরক্ষী

আগের বিয়ে টিকেছিল মাত্র ১২ দিন।

Pamela Anderson Pamela Anderson Marries Again, this time Bodyguard Dan Hayhurst | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 29, 2021 11:43 am
  • Updated:January 29, 2021 11:43 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ষষ্ঠবার বিয়ে করলেন ‘প্লেবয়-সুন্দরী’ পামেলা অ্যান্ডারসন (Pamela Anderson)। এবার দেহরক্ষীকে মন দিয়ে বসেছেন ‘বেওয়াচ’ (Baywatch) খ্যাত তারকা। পাত্রের নাম ড্যান হেহার্স্ট (Dan Hayhurst)। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নবদম্পতির ছবি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by REALLYNEWSY (@reallynewsy)

Advertisement

শোনা গিয়েছে, করোনা পরস্থিতিতে ড্যানের কাছাকাছি এসেছিলেন ৫৩ বছরের হলিউড তারকা। সেই সময় ড্যান যেভাবে তাঁর খেয়াল রেখেছেন, তাতেই মুগ্ধ অভিনেত্রী। এরপরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন পামেলা। বিরাট কোনও অনুষ্ঠান করে নয়, গোপনেই সেরে ফেলেছেন বিয়েটা। ২০২০ সালের ডিসেম্বর মাসে বিয়ে সম্পন্ন হয়েছে। নতুন স্বামী ড্যানের সঙ্গে থাকতে পেরে খুবই খুশি পামেলা, এমনটাই জানা গিয়েছে ঘনিষ্ঠ মহল সূত্রে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by اخبار دنیای زیبای لاتین🎷🎺🎤🎼💃👗👠 (@worldlatinaa)

[আরও পড়ুন: ‘তাণ্ডব’ বিতর্কে এবার মুখ খুললেন কঙ্কনা সেনশর্মা, টুইটারে কী লিখলেন অভিনেত্রী?]

তবে অভিনেত্রীর বিয়ে ও সম্পর্কের ইতিহাস খুব একটা মধুর নয়। ১৯৯৫ সালে প্রথমবার বিয়ে তিনি করেছিলেন ড্রামার টমি লি’কে (Tommy Lee)। মাত্র চারদিনের পরিচয়েই তাঁকে বিয়ে করেছিলেন পামেলা। টমির সঙ্গেই তাঁর দুই সন্তান রয়েছে। তিন বছরের মাথায় যখন বিয়ে ভাঙে তখন পামেলা অভিযোগ করেছিলেন, টমি তাঁর উপর দিনের পর দিন অত্যাচার করেছেন।

[আরও পড়ুন: বাগদান সারলেন দিদি চিত্রাঙ্গদা, হবু জামাইবাবুকে জড়িয়ে ছবি পোস্ট ঋতাভরীর]

২০০৬ সালে মার্কিন গায়ক কিড রককে (Kid Rock) বিয়ে করেছিলেন পামেলা। একবছরের মধ্যেই ডিভোর্স হয় তাঁদের। ২০০৭ সালে মার্কিন পোকার প্লেয়ার রিক সলোমনকে (Rick Salomon) বিয়ে করেন। তাঁর সঙ্গেও ২০০৮ সালে বিচ্ছেদ হয়। কিন্তু বিচ্ছেদ হওয়ার পরও রিকের সঙ্গে তাঁর শারীরিক সম্পর্ক ছিল। একথা অ্যালেন ডিজেনারাসের চ্যাট শো’য়ে গিয়ে জানিয়েছিলেন মডেল-অভিনেত্রী। ২০১৪ সালে আবারও রিককে বিয়ে করেন তিনি। ফের এক বছরের মাথায় অর্থাৎ ২০১৫ সালে তাঁদের ডিভোর্স হয়। গত বছরের জানুয়ারি মাসেই হলিউড প্রযোজক জন পিটার্সকে (Jon Peters) বিয়ে করেছিলেন পামেলা। সেই বিয়ে টিকেছিল মাত্র ১২ দিন। অবশ্য এবার ড্যানের সঙ্গে দাম্পত্য জীবন কাটানো নিয়ে বেশ আশাবাদী হলিউড তারকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement