Advertisement
Advertisement

Breaking News

Devoleena Bhattacharjee

‘মুসলিম স্বামীকে ছাড়ো’, পাক নাগরিকের খোঁচায় মোক্ষম জবাব দিলেন বাঙালি অভিনেত্রী দেবলীনা

'আগে পাকিস্তানের জঙ্গিগুলিকে ভারত সরকারের হাতে সঁপে দে', পালটা তোপ দেবলীনার।

Pakistani User Asks Devoleena Bhattacharjee To Leave Muslim Husband, She Reacts
Published by: Sandipta Bhanja
  • Posted:May 10, 2025 12:07 pm
  • Updated:May 10, 2025 12:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিম ধর্মাবলম্বী প্রেমিক শাহনওয়াজ শেখকে বিয়ে করে নিজের দেশেই কটাক্ষের মুখে পড়েছিলেন দেবলীনা ভট্টাচার্য। তাঁদের বিয়েকে ‘লাভ জিহাদ’ বলেও কটাক্ষ করা হয়। এবার পাক নাগরিকের বিষোদগারে স্বামীর ঢাল হয়ে দাঁড়ালেন মুম্বই নিবাসী বাঙালি অভিনেত্রী। পহেলগাঁও সন্ত্রাসের পর ভারতীয় সেনাজওয়ানের জয়গান গেয়ে এক্স হ্যান্ডেলে একাধিক পোস্ট করেছিলেন দেবলীনা। আর সেই পোস্টগুলিকে ঘিরেই পাক নেটিজেনদের একাংশের সঙ্গে নেটপাড়ায় উত্তপ্ত বাক্য বিনিময় হয় অভিনেত্রীর।

জনৈক পাক নেটিজেন দেবলীনার বিরুদ্ধে ‘হিংসা ছড়ানো’র অভিযোগ তুলে কটাক্ষ করে লেখেন, ‘ভারতীয় প্রযোজকদের কাছে অনুরোধ এঁকে কেউ কাজ দিন। ঘরে বসে বসে উন্মাদ হয়ে গিয়েছে। সবসময়ে হিংসাত্মক বুলি আউড়ে যাচ্ছে। ওর অনুরাগী ছিলাম ভেবেই নিজের জন্য দুঃখ হয়। এত্ত নোংরা মুখ দেবলীনার। মুসলিমদের নিয়ে ওর যদি এতই অভিযোগ থাকে, তাহলে আগে নিজের স্বামীকে ছেড়ে দিক!’ এমন কটুক্তি নজর এড়ায়নি বাঙালি অভিনেত্রীর। পালটা মোক্ষম জবাব দিতেও ছাড়লেন না। দেবলীনা ভট্টাচার্যর মন্তব্য, ‘কী হাস্যকর! নিজেদের চালচুলো নেই, এদের আবার আমার কাজ নিয়ে চিন্তা হচ্ছে। গিয়ে নিজের দেশ আর সন্ত্রাসবাদীদের ক্যাম্প সামলা যা। দু দিনে তোদের আর্মির আন্তর্জাতিক সাহায্যের জন্য ভিক্ষার ঝুলি হাতে ঘোরার পরিস্থিতি হয়েছে। তাই আমার স্বামীর চিন্তা করে নিজের রক্ত ফোটাস না। যে সন্ত্রাসবাদীদের পুষে রেখেছিস, ওগুলোকে ভারত সরকারের হাতে সঁপে দে আগে।’ বাঙালি অভিনেত্রীর ‘মুহ্ তোড়’ জবাবে খুশি ভারতীয় নেটিজেনরা।

Advertisement

Devoleena Bhattacharya shuts down trolls who called her marriage Love Jihaad

২০২২ সালের ডিসেম্বর মাসেই নিজের জিম প্রশিক্ষক শাহনওয়াজ শেখকে বিয়ে করেছেন দেবলীনা ভট্টাচার্য। মুসলিম ধর্মাবলম্বী প্রেমিককে বিয়ে করায় বেজায় কটাক্ষের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। এবার স্বামীর অপমানে ‘বেয়াদব’ পাক নাগরিককে মোক্ষম পাঠ দিলেন হিন্দি টেলিপর্দার ‘ছোটি বহু’।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub