Advertisement
Advertisement

Breaking News

Arijit Singh Song

‘ডিসলাইক বটন টিপুন’, অরিজিতের কণ্ঠে ‘পাসুরি’ শুনে গায়ে জ্বালা পাকিস্তানিদের!

২৯ জুন মুক্তি পাচ্ছে এই ছবি।

Pakistani People slams Singer Arijit Singh for Pasuri Song| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:June 26, 2023 3:49 pm
  • Updated:June 26, 2023 4:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেবারে ডাহা ফেল। অরিজিৎ সিংও এ যাত্রায় বাঁচাতে পারেননি। পাকিস্তানিদের কানে যেতেই হই হই রব। অনেকে তো জব্বর খেপেছেন ‘পাসুরি’ গানের বলিউড ভার্সান শুনে।

কাণ্ডটা একটু খোলসা করে বলা যাক বরং। খবর আগেই ছিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পাকিস্তানি গান ‘পাসুরি’ এবার শোনা যাবে কার্তিক-কিয়ারার নতুন ছবি ‘সত্যপ্রেম কি কথা’-তে। তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়ে গিয়েছিল। আর এবার গানটি মুক্তি পেতেই পাকিস্তান থেকে ধেয়ে এল কটাক্ষ। অরিজিৎ সিংয়ের গলায় গান শুনে অরিজিৎ সিংকে একহাত নিল পাকিস্তানিরা। কেউ কেউ লিখলেন, ‘ডিসলাইক বটন টিপে ফেলুন’, কেউ কেউ আবার বললেন, ‘বলিউডের পাসুরি একেবারেই শোনা যাচ্ছে না।’ অনেকের মন্তব্য খুবই বিরক্তিকর।

Advertisement

[আরও পড়ুন: ‘যমজ সন্তানের নাম ‘পাঠান’, ‘জওয়ান’ রাখব’, অন্তঃসত্ত্বা মহিলার প্রস্তাবে কী বললেন শাহরুখ? ]

‘ভুলভুলাইয়া ২’ তে দর্শক থেকে বক্স অফিসের মন জয় করেছিল কিয়ারা আডবাণী ও কার্তিক আরিয়ানের জুটি। সেই পুরনো ম্যাজিককে সঙ্গে নিয়েই এবার রোম্যান্টিক মিউজিক্যাল ছবিতে ফিরছেন কার্তিক ও কিয়ারা। ছবির নাম সত্যপ্রেম কি কথা।

টিজার দেখেই বোঝা গেল এই ছবি হতে চলেছে আদ্যপান্ত প্রেমের ছবি। কাশ্মীরের প্রেক্ষাপটে কার্তিক ও কিয়ারার প্রেম যে জমে উঠবে তার প্রমাণ রয়েছে পাসুরি গানেও।

সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিয়ের পর পরই এই ছবির শুটিংয়েই ব্যস্ত হয়ে পড়েছিলেন কিয়ারা। কাশ্মীর থেকে ইনস্টাগ্রামে নানা ছবিও পোস্ট করতে দেখা গিয়েছিল তাঁকে।

[আরও পড়ুন: ৮৩ বছরে বাবা হয়ে ক্ষিপ্ত আল পাচিনো, প্রেমিকাকে ছাড়তে প্রাক্তনের শরণাপন্ন অভিনেতা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement