Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

পাক চ্যানেলে দেখানো হল আথিয়া-রাহুলের বিয়ে, সলমনের পালা কবে? ঠাট্টা দুই সঞ্চালকের

বিয়েতে কী কী ঘটেছে তা নিয়েও বিস্তর আলোচনা হয় চ্যানেলে।

pakistani anchors funny news video about athiya shetty kl rahul wedding | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 2, 2023 8:37 pm
  • Updated:February 2, 2023 8:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের কাণ্ডকারখানা শুধু এদেশে নয়, পাকিস্তানেও যে দারুণ জনপ্রিয় তার প্রমাণ পাওয়া গেল সম্প্রতি। তাও আবার আথিয়া ও রাহুলের বিয়েকে কেন্দ্র করে। তবে শুধুই আথিয়া ও রাহুল নন, আলোচনার কেন্দ্রে ছিলেন সলমন খানও (Salman Khan)।

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সোশ্যাল মিডিয়ার হাত ধরে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি পাকিস্তানের একটি নিউজ চ্যানেলের। যেখানে দেখানো হয়েছে আথিয়া ও রাহুলের বিয়ের নানা অনুষ্ঠানের ছবি। শুধু ছবিই নয়, এই বিয়েতে কী কী ঘটেছে তা নিয়েও বিস্তর আলোচনা হয় চ্যানেলে। প্রসঙ্গ ওঠে এই বিয়েতে সলমনের দেওয়া উপহার অডি গাড়ি নিয়েও।

Advertisement

চ্য়ানেলের দুই সঞ্চালককে বলতে শোনা যায়, যে সলমন খান নিজে বিয়ে করেননি, আদৌ কখনও করবেন কিনা জানা নেই, অথচ বিয়েতে দামি উপহার পাঠিয়েছেন। শোনা যাচ্ছে সলমন নাকি নব দম্পতিকে ১.৬৪ কোটি টাকার অডি গাড়ি উপহার দিয়েছেন।

[আরও পড়ুন: বলিউডে এবার বড় ধামাকা, শাহরুখের পর আমিরের সঙ্গে জুটি বাঁধছেন সলমন! ]

প্রসঙ্গত, ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ে করেছেন কে এল রাহুল (KL Rahul) ও আথিয়া শেট্টি (Athiya Shetty)। তাঁদের বিয়েতে আমন্ত্রিত অতিথিদের দেওয়া উপহারের তালিকা ফাঁস হয়েছে মিডিয়ায়। এহেন পরিস্থিতিতে মেয়ের বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন সুনীল শেট্টি (Suniel Shetty)। নবদম্পতির বিয়ের উপহার নিয়ে অযথা জল্পনা করা ঠিক নয় বলেই বার্তা দিলেন তিনি। প্রসঙ্গত, ২৩ জানুয়ারি সুনীল শেট্টির খান্ডালার বাংলোয় সাতপাকে বাঁধা পড়েন রাহুল-আথিয়া। সেই অনুষ্ঠানের পরেই ক্রিকেট ও বলিউড দুনিয়ার বেশ কয়েকজন তারকার দেওয়া উপহারের কথা প্রকাশ্যে এসেছিল।

রাহুল-আথিয়ার বিয়েতে ক্রীড়া ও বিনোদন জগতের একঝাঁক তারকার আমন্ত্রণ ছিল। অতিথিদের তালিকায় ছিলেন সলমন খান, জ্যাকি শ্রফ, অক্ষয় কুমার, অর্জুন কাপুরের মতো বলিউড অভিনেতারা। আমন্ত্রণ জানানো হয় মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি-সহ অন্যান্য ভারতীয় ক্রিকেটারদেরও। বলিউডের অনেকে উপস্থিত থাকলেও ক্রিকেটারদের অধিকাংশই বিয়ের অনুষ্ঠানে যেতে পারেননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে ব্যস্ত ছিলেন তাঁরা।

তবে নেটদুনিয়ায় এই উপহারের তালিকা ছড়িয়ে পড়ায় বেশ অসন্তুষ্ট তিনি। বৃহস্পতিবার মিডিয়ার উদ্দেশে একটি বিবৃতি দেন সুনীল শেট্টি। তিনি জানিয়েছেন, “উপহার সংক্রান্ত যা কিছু খবর মিডিয়ায় প্রকাশিত হয়েছে, তা একেবারে ভিত্তিহীন। এইভাবে ভুল খবর প্রকাশ করার আগে পরিবারের সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত ছিল।” অন্যদিকে, বিয়ের পরেই কাজে ব্যস্ত হয়ে পড়বেন নবদম্পতি। ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে নামবেন রাহুল। নিজের ইউটিউব চ্যানেল নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন আথিয়াও। তাই আপাতত হানিমুনে যাওয়ার পরিকল্পনা নেই নবদম্পতির। আইপিএলের পরে রিসেপশন দেবেন তাঁরা। তারপরেই সম্ভবত হানিমুনে যাবেন রাহুল-আথিয়া।

[আরও পড়ুন: অসুস্থ শরীরে ৩০ কেজি ওজনের শাড়ি পরে সপ্তাহখানেক শুটিং, মুগ্ধ করলেন সামান্থা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement