Advertisement
Advertisement

Breaking News

Mahira Khan

রণবীরের সঙ্গে ধুমপানের ছবি ভাইরাল হতেই চূড়ান্ত অপমান, অবসাদে গ্রাসে পাক নায়িকা!

একদিন নাকি অজ্ঞানও হয়ে গিয়েছিলেন তিনি।

Pakistani Actress Mahira Khan Faced Manic Depression After Her Pics With Ranbir Kapoor Leaked | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 30, 2023 11:08 am
  • Updated:February 12, 2024 3:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গল্প পাঁচ বছর আগেকার। কিন্তু স্মৃতির এখনও দগদগে। রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে ধুমপান করছিলেন পাক নায়িকা মাহিরা খান (Mahira Khan)। সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তুমুল কটাক্ষ, অপমান, সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কুরুচিকর ভাষায় আক্রমণ। এত কিছু সহ্যের বাইরে ছিল। তাতেই অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন পাকিস্তানের অভিনেত্রী। এতদিনে সে বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কথা বললেন।

Ranbir-Mahira-2

Advertisement

শাহরুখ খানের ‘রইস’ সিনেমার নায়িকা ছিলেন মাহিরা। বিদেশে রণবীরের সঙ্গে তাঁকে সময় কাটাতে দেখা যায়। এর আগে বিষয়টিকে ব্যক্তিগত বলে অভিহিত করেছিলেন মাহিরা। নারী ও পুরুষ একসঙ্গে সময় কাটাতেই পারে। এতে অসুবিধা কোথায়? পালটা প্রশ্ন করেছিলেন অভিনেত্রী। কিন্তু সাম্প্রতি এক সাক্ষাৎকারে মাহিরা জানান, সেই সময়টায় আসলে ভেঙে পড়েছিলেন তিনি।

[আরও পড়ুন: জল্পনায় সিলমোহর, বড়পর্দায় কামব্যাক আমিরের, নয়া ছবির মুক্তির জন্য কোন তারিখ বাছলেন?]

একে তো মহিলা। আবার পাকিস্তানের বাসিন্দা। প্রকাশ্যে ধূমপান করতে গিয়ে ধরা পড়েছেন পাপারাজ্জির ক্যামেরায়। পাক মুলুকেই তুমুল সমালোচিত হয়েছিলেন মাহিরা। কুরুচিকর মন্তব্য উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। মাহিরার কথায়, “সেই সমস্ত মন্তব্য আমাকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল। অবসাদের গ্রাস করেছিল। খুবই কঠিন সময় ছিল। আমি সবার আক্রমণের কেন্দ্র হয়ে উঠেছিলাম।”

ranbir-mahira_web

মাহিরা জানান যেভাবে ঘরে-বাইরে তাঁকে ব্যঙ্গ, বিদ্রুপ করা হচ্ছিল, তাতে তিনি বিশ্বাস হারিয়েছিলেন। এতেই মারাত্মক অ্যাংজাইটি তৈরি হয়েছিল। “এক দিন আমার প্যানিক অ্যাটাক হয় আর আমি অজ্ঞান হয়ে যাই। সেই সময় আমি থেরাপি শুরু করলাম। কিন্তু তাতেও কাজ হচ্ছিল না, আমি একাধিক থেরাপিস্টের কাছে গিয়েছিলাম। পুরো বছরটাই খারাপ ছিল। ঘুমোতে পারতাম না, হাত পর্যন্ত কাঁপত”, বলেন অভিনেত্রী। একাধিকবার হাসপাতালেও গিয়েছিলেন বলে জানান মাহিরা। এই অবস্থা শোধরাতে প্রচুর সময় লেগেছিল।

[আরও পড়ুন: নবান্নে ‘হ্যালো স্যার’ শুনেই বিব্রত সেচমন্ত্রী, ‘আবার প্রলয়’-এর করালিবাবুকে কী বললেন মুখ্যমন্ত্রী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement