Advertisement
Advertisement

Breaking News

Hania Aamir

বাদশার ‘প্রেমে’ পাক্কা ভারতীয় হয়ে উঠছেন হানিয়া! ‘ভারতে যাও’, পাকসুন্দরীকে কেন দেশ বদলের হুমকি?

হানিয়া আমিরকে পাক মুলুক ছাড়ার হুমকিও দিয়েছেন অনেকে।

Pakistani actress Hania Aamir faces backlash
Published by: Sandipta Bhanja
  • Posted:March 19, 2025 7:06 pm
  • Updated:March 19, 2025 7:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বিনোদুনিয়ায় কড়াভাবে নিষিদ্ধ পাকস্তানি শিল্পীরা। এদিকে পাক মুলুকের নায়িকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন ব়্যাপার বাদশা (Badshah)। স্বদেশে নয়, বরং দুবাইয়ে গিয়ে ভারতীয় গায়ক সময় কাটিয়েছিলেন পাক নায়িকার সঙ্গে। ২০২৪ সালে আরব আমিরশাহী থেকে ‘ব্যাড বয়’-এর কীর্তি ফাঁস হয়েছিল! সেখান থেকেই জল্পনার সূত্রপাত, হানিয়া আমিরও নাকি বাদশার প্রেমে পড়েছেন। কারণ বাদশা এবং হানিয়া আমিরকে একফ্রেমে দেখাও গিয়েছিল। পাকিস্তানি অভিনেত্রী নিজেই সেই ফ্রেম শেয়ার করেছিলেন। এবার দোল উপলক্ষে কপালে টিপ পরে স্বভূম পাক মুলুকেই বিতর্কে জড়ালেন হানিয়া আমির।

নিন্দুকদের ফোড়ন, দিনে দিনে নাকি ভারতীয় নারীদের মতো সাজপোশাক হয়ে উঠছে পাকিস্তানি নায়িকার। পোশাক-আশাক নিয়ে কোনওরকম সমস্যা না থাকলেও আপত্তি উঠেছে দোলের আবহে হানিয়া আমিরের টিপ পরা নিয়ে। শুধু তাই নয়, বিদেশ থেকে বন্ধুদের নিয়ে হোলির শুভেচ্ছাও জানিয়েছিলেন তিনি। আর সেই পোস্ট ভাইরাল হতেই তোলপাড় পাকিস্তান। রোষানলে পড়তে হয়েছে অভিনেত্রীকে। হানিয়াকে পাক মুলুক ছাড়ার হুমকিও দিয়েছেন তাঁরা।

Advertisement

পাকিস্তানের নেটিজেনদের একাংশের কটাক্ষ, এতই যদি হোলি খেলার শখ হয় তাহলে ভারতে চলে যান। কেউ হানিয়াকে মনে করিয়ে দিয়েছেন, ‘টিপ পরার নিয়ম নেই ইসলাম ধর্মে। এটা হারাম।’ কারও শাসানি, অইসলামিয় কার্যকলাপ বন্ধ করো। সবমিলিয়ে হানিয়া আমিরের হোলি শুভেচ্ছার পোস্ট নিয়ে সরগরম নেটপাড়া। কেউ বা আবার ‘বন্ধু’ বাদশার সঙ্গে গতবছরের পোস্টের কথা মনে করিয়ে ‘ভারতে থাকার’ পরামর্শ দিলেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hania Aamir 哈尼亚·阿米尔 (@haniaheheofficial)

পাকিস্তানের জনপ্রিয় শিল্পী হানিয়া আমির (Hania Aamir)। সোশাল মিডিয়ায় অভিনেত্রী ব়্যাপার বাদশার সঙ্গে সময় কাটানোর একগুচ্ছ ছবি-ভিডিও শেয়ার করেছিলেন। এক ভিডিওতে তাঁকে রসিকতার মাঝে ভালোবাসার ইস্তেহার করতেও শোনা যায়। আর সেখান থেকেই বাদশার প্রেমের গুঞ্জন তুঙ্গে। তার আগে থেকেই যদিও পাক নায়িকার সঙ্গে বলিউড ব়্যাপারের ‘ডুবে ডুবে জল খাওয়ার’ গুঞ্জন শোনা যাচ্ছে। গতবছর এপ্রিল মাসে ইনস্টাগ্রামে মন খারাপের কথা জানিয়েছিলেন পাক অভিনেত্রী। আর তার ঠিক দুদিনের মাথায় হানিয়া আমির বাদশার সঙ্গে একাধিক ছবি-ভিডিও শেয়ার করে লেখেন, “চণ্ডীগড় থেকে উদ্ধার করার মানুষ এল।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement