সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লন্ডনে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। এদিকে তাঁকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন পাকিস্তানি অভিনেতা তওকির নাসির। ৬৬ বছরের পাক তারকার দাবি, কিং খান নাকি তাঁকে কপি করেছেন। তাও আবার ‘কভি অলবিদা না কহনা’ ছবিতে।
অভিনেতা হিসেবে পাক মুলুকে সুনাম রয়েছে তওকির নাসিরের। সেখানকার একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন। পেয়েছেন প্রাইড অফ পারফরম্যান্স খেতাব। আবার পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অফ আর্টসের ডিরেক্টর জেনারেল ছিলেন তিনি। সম্প্রতি পাক মুলুকের এক চ্যাট শোয়ে গিয়েছিলেন তওকির। সেখানেই কিং খানকে নিয়ে এমন দাবি করেন।
শাহরুখের প্রসঙ্গ উঠতেই তওকির বলেন, “শাহরুখের ‘কভি অলবিদা না কহনা’ সিনেমার চরিত্রটি আমার ‘পরওয়াজ’ সিরিয়ালের চরিত্রের হুবহু নকল। শাহরুখ আমায় কপি করেছে। এমনকী, খুড়িয়ে হাঁটার বিষয়টিও আমার চরিত্র থেকেই নেওয়া হয়েছে। সিনেমার গল্পের নির্যাস ‘পরওয়াজ’ থেকেই নেওয়া। যা মুসতানসার হুসেন তারারের লেখা। এর জন্য শাহরুখের অন্তত ক্রেডিট দেওয়া উচিত ছিল।”
Who is Tauqeer Nasir? Never heard of him. And why is he cribbing after 18 years? What’s the reason for this ‘2 minutes fame’ modus operandi? But this worked out. Now I know who Taukeer Nasir is? He’s the man who accused King Khan of India of stealing his character pic.twitter.com/C75H3NCqdF
— Ravi Rai (@Raviravirai) July 8, 2024
উল্লেখ্য, ২০০৬ সালে সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘কভি অলবিদা না কহনা’ (Kabhi Alvida Naa Kehna)। করণ জোহরের পরিচালনায় এই সিনেমা মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ। তাঁর পাশাপাশি ছবিতে ছিলেন রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, প্রীতি জিনটা। ছিলেন অমিতাভ বচ্চন। অন্যদিকে, পাক টেলিভিশনে ‘পারওয়াজ’ সম্প্রচারিত হয়েছিল ১৯৭৮ সালে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.