সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি প্রকৃত অর্থেই বলিউড বাদশা। বন্ধু-সহকর্মী থেকে অনুরাগীদের মন জয় করতে তাঁর জুড়ি মেলা ভার। যে কোনও ব্যক্তি যখনই তাঁর সংস্পর্শে এসেছেন, তখনই শাহরুখ খানের আচার-ব্যবহারে মুগ্ধ হয়েছেন। আর সেই গুণমুগ্ধের তালিকাও নেহাত নাতিদীর্ঘ নয়! এবার ‘জওয়ান’ শাহরুখ খানের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানি অভিনেতা হুমায়ুন সঈদ।
প্রথম সাক্ষাতেই বলিউডের বাদশা কীভাবে তাঁকে আপন করে নিয়েছিলেন? সেই অভিজ্ঞতাই সম্প্রতি এক বলিউড সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন হুমায়ুন। লন্ডনের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করছিলেন পাক অভিনেতা। সেখানেই শাহরুখ খানের মিষ্টি, আমুদে স্বভাবের কথা জানান তিনি।
হুমায়ুন সঈদ জানান, “শাহরুখ ওঁর ঘরে নিয়ে গিয়ে আমাকে বসিয়েছিলেন। ভারত আর পাকিস্তানের নানা সিনেমা নিয়ে কথা হচ্ছিল। সেই সময়ে মেহরিন জব্বর আর শান নামে দুটি পাকিস্তানি সিনেমা খুব চলছিল। শাহরুখ সেই বিষয়েই কথা বলছিলেন। ওঁর মন্তব্য ছিল, পাকিস্তানের ছবি যেমন ভারতের প্রেক্ষাগৃহেও মুক্তি পাওয়া উচিত, তেমনই ভারতীয় সিনেমাও সেখানে দেখানো উচিত।” সেই অ্যাওয়ার্ড শোয়ের সেটে কীভাবে হুমায়ুনকে আশ্বাস দিয়েছিলেন কিং খান? তাঁর স্মৃতিচারণায় সেকথাও উঠে এল।
পাক অভিনেতা বলেন, “যেহেতু আমি একটু দেরিতে পৌঁছেছিলাম, তাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি! কী করব বুঝে উঠতে পারছিলাম না। তখনই শাহরুখ আমাকে বলেন- আমি সামলে নেব। সারাজীবন মনে রাখব সেকথা।”
প্রসঙ্গত, ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় বারবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে শাহরুখ খানকে। তবে নিজের দেশকে সবসময়ে ভালবেসেছেন। প্রতিবেশী দেশের সঙ্গে যতই রাজনৈতিক চাপানোতর চলুক না কেন, বিদেশ বিভুঁইয়ে গিয়ে সেই দেশের অভিনেতাকেও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড বাদশা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.