সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির আগে থেকেই পাক তারকাদের রোষানলে ছিল হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোনের ‘ফাইটার’ (Fighter Movie)। পাক বিরোধী বলেও তোপ দেগে কটূক্তিও করা হয়েছিল। এবার আবারও এক পাক অভিনেতার নিশানায় ভারতীয় ছবি। সিদ্ধার্থ আনন্দের ছবিতে ‘ফ্লপ শো’ বলে চূড়ান্ত কটাক্ষ করলেন পাকিস্তানের অভিনেতা আদনান সিদ্দিকি।
দেশপ্রেম, অ্যাকশন, হৃতিক-দীপিকা ম্যাজিক! এত কিছু থাকা সত্ত্বেও বক্স অফিসে কামাল দেখাতে পারেনি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’। ২৫ জানুয়ারি অর্থাৎ সাধারণতন্ত্র দিবসের ঠিক আগে মুক্তি পেয়েছিল ছবিটি। অথচ ২৫০ কোটি টাকা বাজেটের ছবিটি এখনও পর্যন্ত মাত্র ২৪৭ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে। অর্থাৎ বাজেটের টাকাও এখনও পর্যন্ত আয় হয়নি।
এমন পরিস্থিতিতে ‘X’ হ্যান্ডেলে আদনান সিদ্দিকি লেখেন, “এই ফ্লপ শো ফাইটার টিমের কাছে একটা মনে রাখার মতো শিক্ষা। দর্শকদের বোকা ভাবার ভুল করবেন না। তাঁরা এজেন্ডা খুব ভালোভাবেই ধরে ফেলতে পারে। বিনোদনকে অযাচিত রাজনীতির থেকে দূরে রাখুন।”
উল্লেখ্য, পুলওয়ামার ঘটনার প্রতিশোধের পাশাপাশি ‘ইন্ডিয়া অকুপায়েড পাকিস্তান’-এর মতো সংলাপ ব্যবহার করা হয়েছে ‘ফাইটার’ ছবিতে। ট্রেলারে তা দেখেই পাকিস্তানের তারকাদের একাংশ রে-রে করে ওঠে। দাবি করেন, সিনেমায় তাঁদের দেশকে খাটো করে দেখানো হয়েছে। এমনকী ‘ফাইটার’কে ‘অ্যান্টি-পাক’ বলা হয়। সেই সময় পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেছিলেন, “পাকিস্তানের ছবিতে দেখানো ভারত বিরোধী বিষয়ে যদি ভারতীয় তারকাদের কোনও আপত্তি না থাকে, তাহলে ওদেশের শিল্পীদেরও গায়ে লাগার কিছু নেই! আর কে বলছে পাক বিরোধী ছবি, হানিয়া আমির যে নিজে ভারত বিরোধী বার্তা দেওয়া সিনেমায় অভিনয় করেছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.