সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূস্বর্গ এখন মৃত্যু উপত্যকা। পহেলগাঁও রক্তে রাঙা। এই পরিস্থিতিতে কাশ্মীর ছেড়ে কলকাতায় ফেরার হিড়িক। তবে সেই সুযোগ বুঝেই যাত্রীদের ‘কোপ’ মারতে ব্যস্ত একাধিক বিমানসংস্থা। শ্রীনগর থেকে কলকাতামুখী টিকিটের দাম হাতে ছেঁকা লাগার মতো। তা দেখে রেগে আগুন টলি অভিনেতা রবি সাউ। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্ক্রিনশট শেয়ার করে ক্ষোভ উগরে দেন তিনি।
অভিনেতার শেয়ার করা স্ক্রিনশটে দেখা গিয়েছে, এক বিমানসংস্থা শ্রীনগর থেকে দমদম ফেরার বিমানের দাম ৮১ হাজার ৪৩৮, আবার কোনও বিমানসংস্থা টিকিটের দাম ধার্য করেছে ৩৭ হাজার ৪২৮। আবার কোনও বিমানসংস্থা শ্রীনগর থেকে কলকাতামুখী বিমানের টিকিট ধার্য করেছে ৩৩ হাজার ৬৮৭। টিকিটের দামের নিরিখে সেটিই সর্বনিম্ন। রবি আরও লেখেন, “আমাদের দেশের বর্তমান ছবিটা ঠিক এইরকম। কেউ আর এগিয়ে এসে কাউকে সাহায্য করতে চান না। সরকার কিংবা বেসরকারি সংস্থাগুলি লুট করতেই ব্যস্ত। রাজনৈতিক ফায়দা লাভ তো রয়েছে। অসুস্থ বিশ্বে বাস করছি।”
কাশ্মীরের সৌন্দর্যে বরাবরই মুগ্ধ ভ্রমণপিপাসুরা। হাতে একটু বেশি দিন ছুটি এবং টাকাপয়সা থাকলে কাশ্মীর বেড়াতে যাওয়ার কথাই প্রথম মাথায় আসে। এমনিও মার্চ থেকে মে মাস পর্যন্ত কাশ্মীরে পর্যটকের ভিড় তুলনামূলক বেশিই থাকে। এই সময়ে ধর্ম পরিচয় বেছে জঙ্গি হামলায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। রোমহর্ষক অভিজ্ঞতা সাক্ষী হওয়ার পর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কাশ্মীরই যেন হয়ে উঠেছে বিভীষিকা। তাই আর এক মুহূর্ত সেখানে থাকতে চাইছেন না পর্যটকরা। সে সুযোগে বিমানসংস্থাগুলি হু হু করে বাড়াচ্ছে টিকিটের দাম। কিন্তু প্রশ্ন উঠছে, বিপুল অঙ্কের টিকিট কেটে বাড়ি ফেরার সামর্থ্য রয়েছে আর ক’জনের? যদিও এয়ার ইন্ডিয়া এহং ইন্ডিগোর তরফে অতিরিক্ত বিমান চালানোর কথা ঘোষণা করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.