Advertisement
Advertisement

Breaking News

Pahalgam Terror Attack

‘কাশ্মীরিরা রাগে ফুঁসছেন…’, পহেলগাঁও হামলায় দেশবাসীকে একতার বার্তা নওয়াজউদ্দিনের

দুঃসময় পেরতে নওয়াজের মুখে শোনা গেল 'সাম্যের গান'।

Pahalgam Terror Attack: Bollywood actor Nawazuddin Siddiqui calls for nation's unity to stand with Kashmiris
Published by: Sucheta Sengupta
  • Posted:April 29, 2025 12:35 pm
  • Updated:April 29, 2025 12:37 pm  

সংবাদ প্রতিদিনি ডিজিটাল ডেস্ক: বেড়ানোর আনন্দ নিমেষে ধুলিসাৎ হয়ে গিয়েছে, জঙ্গিদের বুলেটে রক্তস্নাত হয়েছে ছবির মতো সুন্দর ভূস্বর্গের বৈসরন উপত্যকা। ২৬ জন নিরীহ মানুষের প্রাণের বিনিময়ে গত সপ্তাহে দেশ দেখল সন্ত্রাসবাদীদের দাপট। নিহতদের বেশিরভাগ হিন্দু। বেছে বেছে হিন্দু হত্যা হয়েছে পহেলগাঁওয়ে। ভারতের সাম্প্রদায়িক পরিবেশ নষ্ট করতে এমন হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা অনেকটাই স্পষ্ট। কিন্তু এই কঠিন সময়ে ধর্মীয় ভেদাভেদ নয়, বরং এখন হাতে হাত ধরে জোট বেঁধে কাশ্মীরিদের পাশে থাকার সময়। এক টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে এভাবেই একতার বার্তা তুলে ধরলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। এই হামলার জেরে কাশ্মীরের পর্যটন ব্যবস্থা একেবারে ভেঙেচুরে পড়েছে বলে হতাশা শোনা গেল তাঁর গলায়।

পহেলগাঁওয়ের গুলিবৃষ্টি শুধু কাশ্মীর কিংবা নিহত ২৬ জনকেই ঝাঁজরা করেনি। প্রত্যেক ভারতবাসীর বুকে যেন বিঁধেছে সেই গুলির ঝংকার। এক মুহূর্তের জন্যও সেই বেদনা ভুলতে পারছেন না কেউ। দেশজুড়ে এখন প্রতিশোধের দাবি। পাক মদতপুষ্ট জঙ্গিদের উপযুক্ত শাস্তি ছাড়া কেউ কিছু ভাবছেন না। আর এর মাঝেই ধর্মের রাজনীতি শুরু হয়ে গিয়েছে। কিন্তু দুঃসময়ে কোনও রাজনীতি নয়, ঐক্যবদ্ধ হয়ে সকলকে সকলের পাশে থাকতে হবে, সেই বার্তা দিয়েছেন সেলেব্রিটিরা। নওয়াজউদ্দিন সিদ্দিকিও বললেন সেই কথা।

Advertisement

সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে সিনে জগতের নামী মুখ নওয়াজউদ্দিন সিদ্দিকি। সেখানেই পহেলগাঁও হামলা নিয়ে বক্তব্য রাখেন তিনি। নওয়াজের কথায়, ”আমি নিজে একদিকে কষ্ট পাচ্ছি, আরেকদিকে আমার প্রচণ্ড রাগ হচ্ছে। কাশ্মীরিরাও এমনই অনুভব করছেন। জানি, সরকার কাজ করছে, বিচার একদিন হবেই। কিন্তু যা ঘটেছে, তা এতটাই কষ্টকর যে ভোলা যাচ্ছে না। ধিক্কার হত্যাকারীদের!” এই ঘটনা যে কাশ্মীরের পর্যটন ব্যবসায় বড়সড় ধাক্কা, তা নিয়ে নওয়াজের বক্তব্য, “জীবন জীবিকা নিয়ে অনিশ্চয়তা তো তৈরি হলই। তবে আমার মনে হয়, কাশ্মীরিদের ক্ষোভের আরেকটা বড় কারণ, তাঁদের অতিথি অর্থাৎ পর্যটকদের উপর এই হামলা ঘটেছে। তাঁরা যা অতিথি পরায়ণ, তার তুলনা নেই। অর্থের চেয়েও তাঁদের কাছে বড় আতিথেয়তা, ভালোবাসা। আমি তাঁদের চোখে ভালোবাসা দেখেছি। শুধু আমি কেন? যাঁরাই কাশ্মীর বেড়াতে গিয়েছন, কাশ্মীরিদের প্রশংসা করেছেন। হামলার পর সেখানকার পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সকলে বারবার বলছেন, কী করে তাঁদের ঘরে এমনটা ঘটল?”

এরপরই হামলার বিরুদ্ধে একতার বার্তা দিয়ে নওয়াজ বলেন, “এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূ্র্ণ দেশবাসীর ঐক্যবদ্ধ হওয়া। এমন দুঃসহ ঘটনায় হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাইকে এক হয়ে লড়তে হবে। এটাই আমাদের পরিচয়।” এর আগে পহেলগাঁও ঘটনার তীব্র নিন্দায় শাহরুখ খান, আমির খানরাও প্রকাশ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এবার একতার বার্তা দিলেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement