Advertisement
Advertisement
Paayel Sarkar

হটনেস ওভারলোডেড! উন্মুক্ত বক্ষবিভাজিকায় বালিতে শুয়ে পায়েল, ছবি না দেখলেই মিস

এক ছবিতেই যেন নেটদুনিয়ায় আগুন ধরিয়েছেন অভিনেত্রী।

Paayel Sarkar uploaded this bold picture | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 25, 2023 7:26 pm
  • Updated:September 25, 2023 7:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশ্বিনের শুরুতেই আকাশের মুখ ভার। নিম্নচাপ যেন একঘেয়ে জীবনকে আরও একঘেয়ে করে তুলেছে। এর মধ্যেই আচমকা দমকা হাওয়ার মতো ইনস্টাগ্রামে (Instagram) উদয় হলেন টলি বিউটি পায়েল সরকার (Payel Sarkar)। একেবারে ‘হটনেস ওভারলোডেড’। অভিনেত্রীর সাম্প্রতিক ছবি দেখে এমনই মত নেটিজেনদের।

‘থ্রোব্যাক সানডে’ হ্যাশট্যাগ দিয়ে ছবিটি আপলোড করেছেন পায়েল। কিন্তু পুরনো এই ছবিতেই নেটদুনিয়ায় আগুন ধরিয়েছেন অভিনেত্রী। মুক্তকেশী হয়েই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন পায়েল। পরনে হলুদ টপ, তার উপরে পাতলা ফিনফিনে শ্রাগ। আর এতেই উন্মুক্ত বক্ষ বিভাজিকা।

Advertisement

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Paayel Sarkar (@paayelsarkar)

[আরও পড়ুন: শাড়ি নয়, জিনস-টপে নববধূ পরিণীতি, ক্যাজুয়াল শার্টে রাঘব, উদয়পুর ছেড়ে কোথায় চললেন? ]

অভিনেত্রীর এই ছবির কমেন্ট বক্সে অনেকেই আগুনের ইমোজি দিয়েছেন। এর মধ্যেই একজন লিখেছেন, “তোমার সেক্সিনেস তো ওভারলোডেড।” একজন আবার লিখেছেন, “জ্বালিয়ে পুড়িয়ে দেবে সবার ঘুম উড়িয়ে”। এমনই নানা মন্তব্যে ভরে গিয়েছে পায়েলের এই পোস্টের কমেন্টবক্স। “আজ বুঝলাম বালি এত তাড়াতাড়ি গরম কেন হয়”, এমন কথাও লেখা হয়েছে।

Paayel-Pic-reax

২০০৪ সালে ‘শুধু তুমি’ সিনেমার মাধ্যমে টলিউডে নিজের সফর শুরু করেছিলেন পায়েল। তারপর বহু ছবিতে অভিনয় করেছেন। এরই মাঝে রাজনীতির ময়দানেও নেমে পড়েন। একুশের বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) আগে বিজেপিতে যোগ দেন অভিনেত্রী। বেহালা পূর্ব কেন্দ্রে প্রার্থীও হন। তবে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের হেরে যান টলিপাড়ার নায়িকা। এরপর আবার সিনেমা-সিরিজে মন দেন অভিনেত্রী। পাশাপাশি সোশাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Paayel Sarkar (@paayelsarkar)

[আরও পড়ুন: মাত্র ৪৮ ঘণ্টা সময়! ‘মিশন রানিগঞ্জ’-এর ট্রেলারে খনি মজুরদের বাঁচানোর মরিয়া লড়াইয়ে অক্ষয়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement