Advertisement
Advertisement
Paatal Lok Season 2 Trailer

‘পাতাল লোক ২’র ট্রেলারে জয়দীপের কুরুক্ষেত্র নাগাল্যান্ড, স্বস্তিকার দেখা মিলবে সিরিজে?

আগামী ১৭ জানুয়ারি থেকে আমাজন প্রাইমে দেখা যাবে সিরিজের নতুন এপিসোড।

Paatal Lok Season 2 Trailer: Jaideep Ahlawat's new case Nagaland, fans to miss Swastika Mukherjee
Published by: Suparna Majumder
  • Posted:January 6, 2025 7:14 pm
  • Updated:January 6, 2025 7:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিজারেই হাইভোল্টেজ রহস্যের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। ট্রেলার বাড়িয়ে দিল হৃৎপিণ্ডের সংকোচন-প্রসারণ। ‘পাতাল লোক ২’র ট্রেলারে খেলা আরও ভয়ংকর। এবার ইনস্পেক্টর হাতিরাম চৌধুরীর কুরুক্ষেত্র নাগাল্যান্ড। সেখানেই যত রহস্যের প্যাঁচ। কিন্তু সেখানে কি স্বস্তিকা মুখোপাধ্যায়ের দেখা মিলবে? উত্তর, না! এবারে নায়িকা আর সিরিজের অঙ্গ নন। কারণ কাহিনি একেবারেই আলাদা। এমনটাই জানালেন অভিনেত্রীর আপ্ত সহায়িকা।

Paatal-Lok-Season-2-Trailer

Advertisement

২০২০ সালের ১৫ মে থেকে আমাজন প্রাইম ভিডিওয় দেখা যাচ্ছে ‘পাতাল লোক’ সিরিজ। সুদীপ শর্মার তৈরি এই সিরিজের প্রথম মরশুমের এপিসোডে জয়দীপ ছাড়াও নজর কাড়েন গুল পনাগ, ইশওয়াক সিং নীরজ কবি, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের ‘হাতোড়া ত্যাগী’ চরিত্রটি তুমুল জনপ্রিয় হয়েছিল। ডলি মেহরার চরিত্রে নজর কাড়েন স্বস্তিকা। তবে এবারে নায়িকার না থাকার খবরে অনুরাগীরা একটু হলেও হতাশ।

Swastika Mukherjee

পুলিশ অফিসারের ‘হাতিরাম’-এর ভূমিকায় জয়দীপ এবারও ‘পাতাল লোক’ সিরিজের গল্পের ন্যারেটার। টিজারের শুরুতেই বলে দিয়েছিলেন, নরকের খেলা এত সহজে শেষ হয় না! হাতিরামের কথায়, “গ্রামের একজনের পোকামাকড় একদম পছন্দ ছিল না। আর সেই পোকামাকড়দেরই সমস্ত সমস্যার মূল শয়তান বলে মনে করত সে। একদিন একটা পোকা মেরে সে গ্রামের হিরো তো হয়ে গেল, কিন্তু একদিন নিজের বিছানার তলাতেই সহস্র, হাজার পোকা তাকে ঘিরে ধরল…।”

Paatal Lok Season 2 Teaser: Jaideep Ahlawat Returns As Inspector Hathi Ram

ট্রেলার শুরু হল সিস্টেমকে নৌকার সঙ্গে তুলনা করে তার ফাটলের কথা বলে। এবারে ইশওয়াকের চরিত্র ইমরান আনসারি আর হাতিরামের জুনিয়র নয়। বরং সিনিয়র অভিনেতা। ইমরানের সঙ্গেই নাগাল্যান্ডের নেতা খুনের তদন্তে যায় হাতিরাম। সেখানে ন্যায়-অন্যায়ের খেলা আরও ভয়ংকর। রহস্য সমাধানে এবারে জয়দীপ ও ইশওয়াকের সঙ্গী তিলোত্তমা সোম। এছাড়া রয়েছেন গুল পনাগ, নাগেশ কুকুনুর, জাহ্নু বড়ুয়া, অনুরাগ অরোরা, প্রশান্ত তামাং, মেরেনলা ইমসং। আগামী ১৭ জানুয়ারি থেকে আমাজন প্রাইমে দেখা যাবে ‘পাতাল লোক ২’।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement