সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের তরফ থেকে পাঠানো হয়নি। ৯৭তম অস্কারে সেরা বিদেশি ছবির বিভাগে ব্রিটেনের হয়ে লড়ছে সাহানা গোস্বামী অভিনীত ‘সন্তোষ’। কিন্তু এছবি ভারতেরই। এখানকার মাটির গল্প। তাতেই সিনে অনুরাগীদের গর্বের শেষ নেই। কিন্তু যে ছবি ইতিমধ্যেই অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের সেরা পনেরোয় ঠাঁই পেয়েছে, তার ভারতে মুক্তি অনিশ্চিত বলেই খবর।
ব্রিটেন এবং ফ্রান্সের যৌথ প্রযোজনায় তৈরি ‘সন্তোষ’। সিনেমাটি হিন্দি না হলেও ভারতেরই গল্প। ভারতীয় বংশোদ্ভূত সন্ধ্যা সুরির পরিচালনায় ছবিতে এক বিধবার চরিত্রে অভিনয় করেছেন সাহানা। স্বামী পুলিশকর্মী ছিল। তার মৃত্যুর পর পুলিশেই চাকরি পায় সন্তোষ। এক তরুণীর মৃত্যুর তদন্তের ভার তাকে দেওয়া হয়। এই তদন্তেই সমাজের অন্ধকার দিকটা আরও বেশি করে সন্তোষের সামনে ফুটে ওঠে।
সাহানা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুনীতা রাজওয়ার, সঞ্জয় বিষ্ণোই, কুশল দুবে, নাওয়াল শুক্লা, প্রতিভা অবস্থির মতো অভিনেতারা। ছবিটি কান চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছিল। পেয়েছিল প্রশংসা। কিন্তু এমন ছবির মুক্তি অনিশ্চিত কেন? ১০ জানুয়ারি ভারতে ‘সন্তোষ’-এর মুক্তি পাওয়ার কথা। তবে শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি ছবিটি। তাই সেই তারিখে ভারতে ছবির মুক্তি অনিশ্চিত।
#SandhyaSuri‘s #Santosh wins two awards at the British Independent Film Awards (@BIFA_film):
Best Screenplay: SANDHYA SURI
Breakthrough Producer : BALTHAZAR DE GANAY & JAMES BOWSHER@shahanagoswami @sunita_rajwar @sanjaybishnoi07 @CastingChhabra pic.twitter.com/QtJ0H2y6ea
— CinemaRare (@CinemaRareIN) December 9, 2024
জানা গিয়েছে, বছরের প্রথম দিনেই সেন্সরের ছাড়পত্র পেয়ে গিয়েছিল ‘সন্তোষ’ ছবির ট্রেলার। তাহলে ছবি এখনও সিবিএফসি-র অনুমতি পায়নি কেন? শোনা যাচ্ছে, বছরের এই সময়টা একাধিক ছুটি ছিল। সেই কারণেই ছাড়পত্রের কাজ এগোয়নি। যেহেতু ছবিটি দেশের আঞ্চলিক বিষয় নিয়ে, সেই কারণে ছবিটি আগে দেখতে চান সেন্সর বোর্ডের কর্তারা। তারপর ছাড়পত্র নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.