Advertisement
Advertisement

Breaking News

John Cena

অস্কারের মঞ্চে নগ্ন জন সিনা, ‘অভিনেতা’র দুঃসাহসিক কাণ্ড দাবানল গতিতে ভাইরাল

অস্কারের মঞ্চে ৫০ বছর পর 'নগ্নকাণ্ডে'র পুনরাবৃত্তি। দেখুন ভিডিও।

Oscars 2024: John Cena's Viral Naked Moment Cracks Up The Internet

ছবি: এক্স হ্যান্ডেল

Published by: Sandipta Bhanja
  • Posted:March 11, 2024 10:41 am
  • Updated:March 11, 2024 10:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঞ্চে গিয়েছিলেন সেরা কস্টিউম ডিজাইনারের নাম ঘোষণা করতে। তবে উপস্থাপক জন সিনা যে কাণ্ড ঘটালেন, তা বর্তমানে বিশ্বের বিনোদুনিয়ায় চর্চার শিরোনামে। গায়ে একটিও সুতো নেই! একেবারে উলঙ্গ হয়েই মঞ্চে উঠলেন জন সিনা। ৯৬তম অ্যাকাডেমি পুরস্কারের (Oscars 2024) অনুষ্ঠান থেকে দাবানল গতিতে ভাইরাল ‘উলঙ্গ অভিনেতা’র কাণ্ড।

ঠিক যেন ১৯৭৪ সালের ঘটনার পুনরাবৃত্তি ২০২৪ সালে। রবার্ট ওপেল নামে এক ফটোগ্রাফার সেবছর গোটা অস্কারের মঞ্চে উলঙ্গ হয়ে ঘুরেছিলেন। সেই ঘটনার ৫০ বছর পর সেরা কস্টিউম ডিজাইনারের নাম ঘোষণা করতে গিয়েই দুঃসাহসিক এই স্টান্ট জন সিনার। উন্মুক্ত গোটা শরীর। গোপনাঙ্গ ঢেকে লজ্জা নিবারণ করার জন্য অভিনেতার হাতে দেখা গেল মাত্র একটুকরো কাগুজে খাম। যেখানে লেখা বিজয়ীর নাম।

Advertisement

[আরও পড়ুন: ৭ টি অস্কার ‘ওপেনহাইমার’-এর ঝুলিতে, পাল্লা দিল ‘পুওর থিংস’, একনজরে ‘সেরা’র তালিকা]

১১ মার্চ, সোমবার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অস্কার অনুষ্ঠানে উপস্থিত দর্সক অতিথিরা তো এমন কাণ্ড দেখে হতবাক! শোরগোল শুরু হতেই সকলের উদ্দেশে জন সিনার মন্তব্য, “পোশাক খুবই গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, পুরুষের শরীর নিয়ে রসিকতা নয়!” স্বাভাবিকভাবেই জন সিনার এমন রসিকতায় গোটা ডলবি থিয়েটার হাসিতে ফেটে পড়েছিল। তবে এমন বোল্ড স্টান্টের জন্য কিন্তু প্রশংসাও কুড়োলেন WWE স্টার। তারপর?

জন সিনা সেরা কস্টিউম ডিজাইনারের নাম ঘোষণা করার জন্য যখনই খাম তুলে নিলেন, তখন মঞ্চের সব আলো নিভু-নিভু! তৎক্ষণাৎ কয়েকজন হাজির হয় একটি গাউন নিয়ে। তারপরই জন পোশাক পরে, সেরা কস্টিউম ডিজাইনারের পুরস্কার তুলে দেন মার্টিন স্করসেসির হাতে। নেপথ্যে ‘পুওর থিংস’ ছবি। গতবছর চড়কাণ্ডের পর এবার অস্কারের মঞ্চে জন সিনার নগ্ন কাণ্ড চর্চার শিরোনামে।

[আরও পড়ুন: রেকর্ড! অ্যাকাডেমির মঞ্চেও ‘ওপেনহাইমার’ দাপট, জীবনের পয়লা অস্কার হাতে আবেগপ্রবণ নোলান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement