Advertisement
Advertisement

Breaking News

Oscars 2022

Oscars 2022: অস্কারের মঞ্চে সঞ্চালককে চড় ঘিরে সরগরম বিনোদুনিয়া, এবার মুখ খুললেন স্মিথের স্ত্রী

নিজের কৃতকর্মের জন্য পরে ক্ষমা চেয়েছিলেন অভিনেতা উইল স্মিথ।

Oscars 2022: Jada Pinkett breaks silence after Will Smith slaps Chris Rock | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:March 30, 2022 12:11 pm
  • Updated:March 30, 2022 1:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯৪তম অ্যাকাডেমি পুরস্কারের (Oscar 2022) মঞ্চে স্বীকৃতি আর প্রাপ্তির থেকে বেশি চর্চা হচ্ছে উইল স্মিথ এবং তাঁর চড় মারা নিয়ে। ঘটনায় রীতিমতো উত্তাল বিশ্ব বিনোদন মহল। আর এই আবহেই এবার মুখ খুললেন স্মিথপত্নী জাডা পিঙ্কেট।

অস্কারের অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরস্কার পাওয়া উইল স্মিথ (Will Smith) সপাটে চড় মেরেছিলেন সঞ্চালক ক্রিস রকের গালে। যা দেখে হতবাক হয়ে গিয়েছিলেন দর্শকাসনে বসে থাকা হলিউড তারকারা। সোমবার দিনভর এই নিয়ে বিতর্কে তোলপাড় ছিল সোশ্য়াল মিডিয়া। নিজের কৃতকর্মের জন্য অবশ্য পরে ক্ষমা চান অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আমি জনসমক্ষে তোমার কাছে ক্ষমা চাইছি, ক্রিস। আমি নিজের সীমা অতিক্রম করে গিয়েছিলাম। এবং আমি ভুল করেছি। আমার কাণ্ডের জন্য আমি লজ্জিত। আমি যেমন মানুষ হতে চাই, এটা তার পরিচয় নয়। ভালবাসা ও দয়ার পৃথিবীতে হিংসার কোনও স্থান নেই।” এখানেই থামেননি তিনি, অ্যাকাডেমির কাছেও ক্ষমা চেয়ে নেন স্মিথ। জানান, শোয়ের কর্মকর্তা এবং অস্কার অনুষ্ঠানের দর্শকদের কাছেও ক্ষমাপ্রার্থী তিনি। এরই মধ্যে একটি পোস্ট করে নতুন করে এই আলোচনা উসকে দিলেন স্মিথের স্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: বেপরোয়া স্কুলবাসের ধাক্কা, সেক্টর ফাইভে পথ দুর্ঘটনায় মৃত ১]

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন জাডা। লেখেন, “এটা সেরে ওঠার মরশুম। আমি সেটাই করছি।” ক্যাপশনে একটি হার্ট এবং হাত জোড় করার ইমোজিও দিয়েছেন তিনি। পোস্টে স্বামী স্মিথ কিংবা অস্কার বিতর্ক নিয়ে আলাদা করে কোনও মন্তব্য না করলেও এই পোস্টটিতেই যেন জাডার মনের কথা স্পষ্ট হয়ে উঠেছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jada Pinkett Smith (@jadapinkettsmith)

ঠিক কী হয়েছিল অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে? অনুষ্ঠানের সঞ্চালনা করার সময় নানা রকম রসিকতা করছিলেন কমেডিয়ান ক্রিস রক। হঠাৎই উইল স্মিথের (Will Smith) স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা করেন ক্রিস। উইল স্মিথের স্ত্রী জাডা অ্যালোপেশিয়া নামে একটি রোগে আক্রান্ত। যার ফলে স্মিথের স্ত্রীয়ের মাথায় চুল অনেকটাই কম। সেই প্রসঙ্গ তুলেই রসিকতা করেছিলেন ক্রিস। যা একেবারেই মেনে নিতে পারেননি হলিউড সুপারস্টার উইল স্মিথ। সঙ্গে সঙ্গে স্টেজে উঠে চড় মারেন সঞ্চালকের গালে। এমন ঘটনা অবাক করে অতিথিদের। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মিশ্র প্রতিক্রিয়া। এবার নয়া পোস্টেই শারীরিক ও মানসিক অবস্থার কথা বলে দিলেন জাডা।

[আরও পড়ুন: লখনউয়ের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার! শামিকে শুভেচ্ছা জনপ্রিয় পর্নস্টারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement