সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবর্তনের অস্কার (Oscars2021)। দু’টো ভেন্যুতে এবার সরাসরি অস্কার অনুষ্ঠিত হচ্ছে। শুধুমাত্র ডলবি থিয়েটারে নয়, লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশনেও তা হচ্ছে। যে দর্শকরা উপস্থিত হয়েছিলেন, তাঁদের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়েছে। উপস্থিত তারকা ও সঞ্চালকরাও কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অংশ হয়েছেন।
সব অর্থেই এবারের অস্কার অন্য বারের তুলনায় আলাদা। পরিবর্তনের ছোঁয়া তার শরীরে। সিনেমা হলে মুক্তি পাওয়া সিনেমার পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া সিনেমাও ঠাঁই পেয়েছে মনোনয়নে। মার্চ মাসের ১৫ তারিখ মনোনয়নের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছিল। যাতে ভারত থেকে পাঠানো ‘জাল্লিকাট্টু’ ঠাঁই না পেলেও সেরা অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে ক্যাটেগোরিতে ছিল প্রিয়াঙ্কা চোপড়া, রাজকুমার রাও, আদর্শ গৌরবের ‘দ্য হোয়াইট টাইগার’ (The White Tiger)। কিন্তু ভাগ্যের শিকে ছিঁড়ল না। এই ক্যাটেগোরির সেরার শিরোপা পেল অ্যান্টনি হপকিনস এবং অলিভিয়া কোলম্যান অভিনীত ‘দ্য ফাদার’ (The Father)। দেখে নেওয়া যাক সম্পূর্ণ তালিকা —
উল্লেখ্য, চলতি বছরে সবচেয়ে বেশি ১০টি মনোনয়ন পেয়েছিল আমেরিকান বায়োগ্রাফিকাল ড্রামা ‘ম্যাঙ্ক’ (Mank)। প্রখ্যাত চিত্রনাট্যকার হেরম্যান জে. ম্যাঙ্কিভিচের জীবন নির্ভর এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন গ্যারি ওল্ডম্যান। তারপর ছ’টি করে মনোনয়ন পেয়েছিল ‘দ্য ফাদার’, ‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিহা’, ‘মিনারি’, ‘নোমাডল্যান্ড’, ‘সাউন্ড অফ মেটাল’, ‘দ্য ট্রায়াল অফ শিকাগো ৭’। সবচেয়ে বেশি ৩টি অস্কার এবার পেল ‘নোমাডল্যান্ড’। এছড়াও ‘ইন মেমোরিয়াম’ ভিডিওতে স্মরণ করা হয় প্রয়াত অভিনেতা ইরফান খান এবং অস্কারজয়ী কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়াকে। শ্রদ্ধা জানানো হয় প্রয়াত ঋষি কাপুর ও সুশান্ত সিং রাজপুতকেও। গ্যালারিতে শেয়ার করা হয় দু’জনের ছবি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.