সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নব্বইয়ে পা দিয়েও অমলিন। চিরতরুণ অস্কার পেতে ফের মরিয়া হলিউডের ‘হুজ হু’রা। ফের সেজে উঠছে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটার। সোমবার ভোরের অপেক্ষায় সিনেপ্রেমীরা। কার ভাগ্যে এবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস উঠবে সেদিকে তাকিয়ে গোটা দুনিয়া। তার আগে একবার চোখ বুলিয়ে নিন নমিনেশনের তালিকায়। বেছে নিন নিজের পছন্দের তারকাকে।
সেরা ফিল্ম-
- কল মি বাই ইওর নেম
- ডার্কেস্ট আওয়ার
- ডানকার্ক
- গেট আউট
- লেডি বার্ড
- ফ্যানটম থ্রেড
- দ্য পোস্ট
- দ্য শেপ অফ ওয়াটার
- থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসোরি
সেরা অভিনেতা-
- টিমোথি শালামে (কল মি বাই ইওর নেম)
- ড্যানিয়েল ডে লুইস (ফ্যানটম থ্রেড)
- ড্যানিয়েল কালুয়া (গেট আউট)
- গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার)
- ডেঞ্জিল ওয়াশিংটন (রোমান জে ইজরায়েল, ইএসকিউ)
সেরা অভিনেত্রী-
- স্যালি হকিন্স (দ্য শেপ অফ ওয়াটার)
- ফ্র্যান্সেস ম্যাকডর্মান্ড (থ্রি বিলবোর্ডস…)
- মারগট রবি (আই, টনয়া)
- শাওরসে রনান (লেডি বার্ড)
- মেরিল স্ট্রিপ (দ্য পোস্ট)
[কতটা ভয় দেখাল অনুষ্কার ‘পরি’? ছবির গল্প হাড় হিম করল কি?]
সেরা সহ অভিনেতা
- উইলেম ড্যাফো (দ্য ফ্লোরিডা প্রোজেক্ট)
- উডি হ্যারেলসন (থ্রি বিলবোর্ডস…)
- রিচার্ড জেনকিন্স (দ্য শেপ অফ ওয়াটার)
- ক্রিস্টোফার প্লামার (অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড)
- স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস…)
সেরা সহ-অভিনেত্রী
- মেরি জে ব্লিজ (মাডবাউন্ড)
- অ্যালিসন জ্যানি (আই, টনয়া)
- লেসলি ম্যানভিল (ফ্যানটম থ্রেড)
- লরি মেটকাফ (লেডি বার্ড)
- অকটেভিয়া স্পেনসার (দ্য শেপ অফ ওয়াটার)
সেরা পরিচালক
- ক্রিস্টোফার নোলান (ডানকার্ক)
- জর্ডান পিল (গেট আউট)
- গ্রেটা গারউইগ (লেডি বার্ড)
- পল টমাস অ্যান্ডারসন (ফ্যানটম থ্রেড)
- গিলের্মো দেল তোরো (দ্য শেপ অফ ওয়াটার)
[সিআরপিএফ-এর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ, কাঠগড়ায় ‘নিউটন’]
সেরা চিত্রনাট্য
- এমিলি ভিড গর্ডন ও কুমায়েল নানজিয়ানি (দ্য বিগ সিক)
- জর্ডান পিল (গেট আউট)
- গিলের্মো দেল তোরো ও ভ্যানেসা টেলর (দ্য শেপ অফ ওয়াটার)
- মার্টিন ম্যাকডনাঘ (থ্রি বিলবোর্ডস…)
সেরা অরিজিনাল স্কোর
- হান্স জমার (ডানকার্ক)
- জনি গ্রিনউড (ফ্যানটম থ্রেড)
- অ্যালেকজান্দ্রে দেস্প্লাত (দ্য শেপ অফ ওয়াটার)
- জন উইলিয়ামস (স্টার ওয়ার্স: দ্য লাস্ট জেডাই)
- কার্টার বারওয়েল (থ্রি বিলবোর্ডস…)
সেরা সিনেমাটোগ্রাফি
- রজার এ ডিকিন্স (ব্লেড রানার ২০৪৯)
- ব্রুনো ডেলবনেল (ডার্কেস্ট আওয়ার)
- হয়েট ভ্যান হয়টেমা (ডানকার্ক)
- রেচেল মরিসন (মাডবাউন্ড)
- ড্যান লস্টসেন (দ্য শেপ অফ ওয়াটার)
[পত্রিকার প্রচ্ছদে প্রকাশ্যে স্তন্যদান, অশালীনতার অভিযোগে মামলার মুখে অভিনেত্রী]